• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২ বার বিয়ে, পরিবারের সাথে মনোমালিন্য, কিংবদন্তি আশা ভোঁসলের ব্যক্তিগত জীবন যেন আস্ত সিনেমা

আমাদের দেশের গানের জগতের অন্যতম একজন কিংবদন্তি গায়িকা হলেন আশা ভোঁসলে (Asha Bhonsle)।  আজে গায়িকার ৮৯ তম জন্মদিন (Birthday)। ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর  সাংলিতে জন্মগ্রহণ করেছিলেন আশা জি। কিংবদন্তি এই গায়িকার (Legendary Singer) গানের গলায় মুগ্ধ কোটি কোটি মানুষের হৃদয়।  তবে অনেকেই হয়তো জানেন না গান ছাড়াও আরো একাধিক প্রতিভার অধিকারী আশা ভোঁসলে। একটা সময় গান গাওয়ার পাশাপাশি গুলে খেয়েছিলেন অভিনয়টাও।

সেই সাথে রাধুনী হিসাবেও ঘনিষ্ঠদের মধ্যে বেশ খ্যাতি রয়েছে গায়িকার। বলা হয় আশা ভোঁসলের গান শুনলে যেমন মন ভালো হয়ে যায় তেমনই তার হাতের সুস্বাদু রান্না খেলেও মন ভালো হয়ে যায় যায় অনেকের। তাই অনেক সেলিব্রেটি আছেন যারা আশা ভোঁসলের হাতের রান্না খাওয়ার জন্য মুখিয়ে থাকেন। আশা ভোঁসলের হাতের তৈরি সবচেয়ে ভালো দুটি রেসিপি হল করাই মাংস এবং বিরিয়ানি।

   

আশা ভোঁসলে,Asha Bhonsle,Legendary Singer,কিংবদন্তি গায়ক,Birthday,জন্মদিন

একবার এক সাক্ষাৎকারে গায়িকার নিজেই জানিয়েছিলেন গায়িকা না হলে তিনিই বোধ হয় একজন রাধুনী হতেন। জানা যায তুমুল ব্যস্ততার মধ্যেও মাঝেমধ্যেই নিজের পছন্দের রান্না করে থাকেন গায়িকা। জানা যায়  আজ থেকে ২০ বছর আগে এই নতুন ব্যবসা শুরু করেছিলেন শিল্পী। যা একটু একটু করে বাড়তে বাড়তে এখন বেশ ভালো জায়গাতেই পৌঁছে গিয়েছে।

বর্তমানে গোটা বিশ্বে তার মোট ১৮টিরও বেশি জায়গায় রেস্টুরেন্ট রয়েছে গায়িকার। ইতিমধ্যেই তিনি রেস্তোরাঁ খুলে ফেলেছেন আবুধাবি, কুয়েত,বাহারিন,এবং বার্মিংহামে। শুধু তাই নয়, ইংল্যান্ডেও রয়েছে আশা ভোঁসলের রেস্তোরাঁ। আর অতি সম্প্রতি মরু শহর দুবাই ও কুয়েতেও  ‘আশা’স নামে আরো একটি নতুন রেস্টুরেন্ট খুলেছেন আশা জি।

আশা ভোঁসলে,Asha Bhonsle,Legendary Singer,কিংবদন্তি গায়ক,Birthday,জন্মদিন

জানা যায় ১৯৪৩ সালে গানের কেরিয়ার শুরু করা থেকে আজ পর্যন্ত ১২ হাজারেরও বেশি গানের রেকডিং করেছেন গায়িকা। আশাজির ব্যক্তিগত জীবনের কথা বললে জীবনে তিনি দুবার বিয়ে করেছিলেন । প্রথমবার তিনি বিয়ে করেছিলেন গণপত রাওয়ের সাথে। তিনি ছিলেন লতা মঙ্গেশকরের পি. এ। সে সময় তার পুরো পরিবার তার এই বিয়ের বিরুদ্ধে গিয়েছিলেন । জানা যায় প্রথম পক্ষের আশাজির দুই ছেলে এবং এক মেয়ে হয়েছিল। পরবর্তীতে আশা ভোঁসলের বিয়ে করেন নিজের থেকে ছয় বছরের ছোট আর ডি বর্মনকে। যদিও পরবর্তীতে তাদের বিয়েও টেকেনি বলেই জানা যায়।
site