সম্প্রতি গ্রেফতার হয়েছেন বলিউডের বিতর্কিত চলচ্চিত্র সমালোচক কেআরকে (Kamal Rashid Khan)। ২০২১ সালের একটি শ্লীলতাহানির মামলার জন্য গ্রেফতার করা হয়েছে তাঁকে। তবে এখন শোনা যাচ্ছে, বলিপাড়ার এই বিতর্কিত সমালোচকের জামিন মঞ্জুর হলেও, তাঁকে জেল থেকে ছাড়া হচ্ছে না। আর তাতেই বেজায় চটে গিয়েছেন নেটিজেনদের একাংশ।
শুধু তাই নয়, নেটপাড়ায় একটি ‘চক্রান্ত’ও ফাঁস হয়েছে। নেটিজেনদের একাংশের দাবি, কেআরকের গ্রেফতারির পিছনে একটি বড় ‘চক্রান্ত’ রয়েছে। আর সেই চক্রান্তের ‘মাস্টারমাইন্ড’ হলেন ‘ব্রহ্মাস্ত্র’র (Brasmastra) প্রযোজক করণ জোহর (Karan Johar)।
শোনা যাচ্ছে, শ্লীলতাহানির মামলায় কেআরকে’র জামিন মঞ্জুর হলেও, তাঁকে রাম গোপাল ভার্মা এবং অক্ষয় কুমারের বিরুদ্ধে ২০২০ সালে করা কিছু টুইটের জন্য এখনও জেলে রেখে দেওয়া হয়েছে। তবে কেআরকে অনুরাগীদের দাবি, এই সকল দাবি একেবারেই মিথ্যা। সবটাই হল করণের চক্রান্ত।
বলিউডের অন্যতম বিতর্কিত চলচ্চিত্র সমালোচকদের মধ্যে একজন হলেন কেআরকে। বলিউডের যে কোনও ছবি নিয়ে চাঁচাছোলা রিভিউ দিতে একেবারেই ভয় পান না তিনি। তাই জানা কথা ছিল, আগামী ৯ সেপ্টেম্বর ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাওয়ার পর সেই ছবি নিয়েও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রিভিউ দেবেন কেআরকে। আর তা হলেই দর্শকদের সামনে এসে পড়বে রণবীর-আলিয়ার ছবির সকল খামতি। মুখ ফিরিয়ে নেবে দর্শকরা।
কেআরকে অনুরাগীদের দাবি, করণ ঠিক এই পরিস্থিতিকেই ভয় পাচ্ছেন। আর সেই কারণেই ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আগে কেআরকে’কে জেল থেকে বেরোতে দিচ্ছেন না তিনি। একজন নেটাগরিক যেমন লিখেছেন, ‘এক সপ্তাহের বেশি সময় ধরে কেআরকে জেলে রয়েছে একটি জঘন্য টুইটের জন্য। হয়তো ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির ৭-১০ দিন পর তাঁকে জেল থেকে ছাড়া হবে। এটা করণ জোহরের আসল মাস্টারক্লাস’।
KRK is still in jail for over a week due to a stupid twitter post. Probably will be released on bail 7-10 days after #Brahmastra release.
Thats a real Karan Johar masterclass
— Ayush (@ayushstweets) September 6, 2022
আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে করণ জোহর প্রযোজিত ‘ব্রহ্মাস্ত্র’। বলিউডের ইতিহাসের অন্যতম বিগ বাজেট সিনেমা এটি। অয়ন মুখার্জি পরিচালিত সিনেমা ফ্লপ হলে ডুববে প্রযোজক করণের কয়েকশো কোটি টাকা। নেটিজেনদের একাংশের মতে, ঠিক এই কারণেই ‘চক্রান্ত’ করে কেআরকে’কে জেলে ভরে রেখেছেন তিনি।