• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩৫ বছর পেরিয়ে আজও দর্শকদের প্রিয় “অমর সঙ্গী”, স্মৃতিচারণায় আবেগঘন ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের

Updated on:

Prosenjit Chatterjee on 35 Years of Amar Sangi

টলিউড (Tollywood) শব্দটা শুনলেই ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) কথা মাথায় আসে। বিগত কয়েক দশক ধরে দর্শকদের একেরপর এক দুর্দান্ত হিট ছবি উপহার দিয়েছেন তিনি। তবে তাঁর ছবির কথা বলতে গেলেই প্রথমে যে নামটা মাথায় আসে সেটা হল ‘অমর সঙ্গী’ (Amar Sangi)। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বকালের হিট ছবির মধ্যে অন্যতম একটি অমর সঙ্গী, সাথে অভিনেতার কেরিয়ারের সেরা ছবির মধ্যে একটি।

আজ দেখতে দেখতে ৩৫টা বছর পেরিয়ে গেছে ছবির। তবে এখনও ছবির গান অল টাইম হিট। এমনকি সাক্ষাৎকারে হাজির হলেও অভিনেতাকে ছবির টাইটেল ট্র্যাক গাওয়ার জন্য অনুরোধ আসতে থাকে। ছবিতে অভিনেত্রী বিজয়েতার সাথে জুটি বেঁধেছিলেন প্রসেনজিৎ। তাদের জুটি আজ প্রশংসিত হয় দর্শক মহলে।

Prosenjit Chatterjee

সম্প্রতি ‘অমর সঙ্গী’ ছবির ৩৫ বছর পূর্ণ হওয়ায় আবেগঘন হয়ে পড়েছেন অভিনেতা। নিজের সোশ্যাল মিডিয়াতে এই উপলক্ষে একটি বিশেষ বার্তা শেয়ার করেছেন প্রসেনজিৎ। একটি ভিডিও বার্তায় তিনি জানান, ‘আমি খুবই খুশি। আজ ৩৫ বছর পূর্ণ করেছে অমর সঙ্গী ও চিরদিনই তুমি যে আমার। এই ছবির পর থেকেই আপনারা আমাকে এতো বছর মনে রেখে দিয়েছেন। আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি সকলকে আমায় ও অমর সঙ্গীকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য’।

Prosenjit Chatterjee Vijayta Pandit Amarsangi Movie

শুধু তাই নয়, এরপর ছবির আইকনিক ‘চিরদিনই তুমি যে আমার’ গানের লাইনটিও বলেন তিনি। সাথে এই ভিডিও বার্তার মধ্যেই জুড়ে দিয়েছেন ছবির আইকনিক গানটির ভিডিও। যেখানে বিজয়েতার সাথে দেখা যাচ্ছে প্রসেনজিৎকে। অভিনেতার এই টুইট মুহূর্তের মধ্যেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। নেটিজেনদের অনেকেই পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে।

 

প্রসঙ্গত, আজ থেকে ৩৫ বছর আগে ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল অমর সঙ্গী ছবিটি। এই ছবি দিয়েই নায়ক হিসাবে প্রথম ব্যাপক পরিচিতি পেয়েছিলেন টলিউডের সকলের প্রিয় বুম্বা দা। প্রথম ছবিই দর্শকদের মনে দাগ কাটতে সক্ষম হয়। এরপর থেকেই একেরপর এক ছবি কাজ আসতে থাকে। আর আজও তিন দশক পরেও সকলের পছন্দের তালিকায় প্রথমসারিতেই রয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥