বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সুচিস্মিতা চৌধুরী (Suchismita Choudhury)। দীর্ঘ অভিনয় জীবনে তাকে দেখা গেছে একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তবে পর্দায় থাকে বেশিরভাগ সিরিয়ালেই খলনায়িকা চরিত্রে দেখা গিয়েছে। কখনো মা, আবার কখনও পিসিমা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। সব মিলিয়ে বাংলার সমস্ত বিনোদনমূলক চ্যানেলেই অবাধ যাতায়াত রয়েছে তার।
দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ১৫ বছর পার করে ফেলেছেন এই অভিনেত্রী। তার অভিনয়ের ঝুলিতে রয়েছে ‘শ্রীময়ী’, ‘হৃদয়হরণ বিএ পাস’,’খড়কুটো’, ‘দেশের মাটি’, ‘মন মানে না’ থেকে শুরু করে ইদানিংকালে ‘খড়কুটো’ রয়েছে এমনই একাধিক ধারাবাহিক। একবার এই জনপ্রিয় অভিনেত্রী নিজেই পৌঁছে গিয়েছিলেন দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে। সেখানে সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায়ের সাথে কথায় কথায় নিজের সম্পর্কে নানা রকম অজানা কথা জানিয়েছিলেন অভিনেত্রী সুচিস্মিতা।
দেখতে দারুণ সুন্দরী এই অভিনেত্রী এই বয়সে এসেও দারুন ফিট। সারাক্ষণ নিজেকে শরীর চর্চা এবং ডায়েটের মধ্যে দিয়ে খুব সুন্দর ভাবে মেন্টেন করেন তিনি। গত বছরের ডিসেম্বরেই নিজের ছেলের বিয়ে দিয়েছেন তিনি।তাই অনেকেই হয়তো জানলে অবাক হবেন এমন সুন্দরী অভিনেত্রীর এত বড় একজন ছেলে রয়েছে।
বছর তিনেক আগে একবার দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসে অভিনেত্রী জানিয়ে ছিলেন তিনি যখন ক্লাস টুয়েলভে পড়েন তখনই তার বিয়ে হয়ে গিয়েছিল এবং তার স্বামীর সাথে তার বয়সের ফারাকটাও নাকি অনেকটা। তবে বিয়ের পরেও অভিনেত্রী পড়াশোনায় চালিয়ে গিয়েছিলেন। করেছিলেন গ্রেজুয়েশনও। কিন্তু সে সময় গ্রাজুয়েশন করতে করতেই ফার্স্ট ইয়ারে তার কোল আলো করে আসে তার ছেলে।
View this post on Instagram
শুধু তাই নয় শুনলে অবাক হতে হয় বিয়ে হয়ে সন্তান হওয়ার পরেই প্রথম মডেলিং-এ এসেছিলেন তিনি। সানন্দা পত্রিকার কোন এক প্রতিযোগিতায় সেসময় বিবাহিত মহিলাদের নিয়ে আয়োজিত একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিনি। তার পরেই প্রথম স্টার জলসার সিরিয়াল ‘নির ভাঙা ঝড়’ সিরিয়ালের হাত ধরেই অভিনয় জীবনে হাতে খড়ি হয়েছিল তার।
সেই সময় শুধুমাত্র পরিবারের সাহায্যেই বাড়িতে ছোট ছেলে থাকা সত্ত্বেও নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছিলেন এই অভিনেত্রী। আর এই ক্ষেত্রে তিনি ভীষণভাবে সাপোর্ট পেয়েছিলেন তার স্বামীর কাছ থেকে। তিনি নিজে পেশায় একজন ব্যবসায়ী হলেও অভিনেত্রীকে বলেছিলেন সবসময় তার নিজের স্বপ্ন পূরণ করতে। চান তাই করতে। অভিনেত্রী জানান তার ছেলে তার বন্ধুর মত। গতবারই অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বরে ধুমধাম করে ছেলের বিয়ে দিয়ে ছেলের অভিনেত্রী। সিরিয়ালের মতই এখন বাস্তব জীবনে ও শাশুড়ি মা হয়ে গিয়েছেন সুচিস্মিতা।