• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীর্ঘদিন পর কামব্যাক করছেন ‘নজর’ খ্যাত সম্পূর্ণা লাহিড়ী, সহ অভিনেতা নীল ভট্টাচার্য 

Published on:

সম্পূর্ণা লাহিড়ী,Sampurna Lahiri,নজর,Nojor,মায়া,Maya,নতুন সিরিয়াল,New Serial,নীল ভট্টাচার্য,Neel Bhattcharya,কামব্যাক,Comeback

বাংলা টেলিভিশন জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সম্পূর্ণা লাহিড়ী (Sampurna Lahiri)। স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক ‘তারে আমি চোখে দেখিনি’ দিয়েই অভিনয়ে ডেভিউ হয়েছিল অভিনেত্রী। বহুদিন হয়ে গিয়েছে সেই ধারাবাহিক। কিন্তু কিছু ধারাবাহিক এমনও হয় যা শেষ হওয়ার পরে তার ছাপ থেকে যায় দর্শকদের মনে।

এই সিরিয়ালটি শেষ হওয়ার পরেই  বাংলা বিগ বস এ অংশগ্রহণ করেছিলেন সম্পূর্ণা। এই শোয়ের হাত ধরেই পরবর্তীতে আরও বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন সম্পূর্ণা।  তাছাড়াও তারপর ছোট পর্দার পাশাপাশি সম্পূর্ণা  দাপিয়ে কাজ করেছেন বড় পর্দাতেও। সেসাথে তাকে দেখা গিয়েছিল বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েব সিরিজেও।

সম্পূর্ণা লাহিড়ী,Sampurna Lahiri,নজর,Nojor,মায়া,Maya,নতুন সিরিয়াল,New Serial,নীল ভট্টাচার্য,Neel Bhattcharya,কামব্যাক,Comeback তারপর অভিনেত্রীকে দেখা যায় জনপ্রিয় ধারাবাহিক ‘নজর’-এ।  বড় ডাইনি মায়া চরিত্রে তার অভিনয় মন জয় করে নিয়েছিল দর্শকদের। ধারাবাহিকে নিজের লম্বা বিনুনি দুলিয়ে হাসতে হাসতেই কালো জাদুকরতে দেখা জেট তাকে।এই ধারাবাহিকে দুই মুখ্য চরিত্র আয়ুষ এবং ঈশানির চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেতা জন ভট্টাচার্য এবং দিয়া মুখোপাধ্যায়।

সম্পূর্ণা লাহিড়ী,Sampurna Lahiri,নজর,Nojor,মায়া,Maya,নতুন সিরিয়াল,New Serial,নীল ভট্টাচার্য,Neel Bhattcharya,কামব্যাক,Comeback

টিভির পর্দায় রি ধারাবাহিক শেষ হয়েছে ৩ বছর হতে চলল। তাই অনেকেরই প্রশ্ন বর্তমানে কি করছেন এই অভিনেত্রী। কবে তাকে দেখা যাবে টিভির পর্দায়। এরই মধ্যে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি স্টার জলসার পর্দায় আবারো কামব্যাক (Comeback) করতে চলেছেন সম্পূর্ণ সম্পূর্ণা তবে এবার কোনো নায়িকার চরিত্রে নয় তাকে দেখা যাবে নায়কের বোনের চরিত্রে।

সম্পূর্ণা লাহিড়ী,Sampurna Lahiri,নজর,Nojor,মায়া,Maya,নতুন সিরিয়াল,New Serial,নীল ভট্টাচার্য,Neel Bhattcharya,কামব্যাক,Comeback

জানা যাচ্ছে স্টার জলসার পর্দায় জনপ্রিয় প্রযোজনা সংস্থা টেন্টের আসন্ন সিরিয়ালে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি। এই ধারাবাহিকে তাকে নায়ক তথা অভিনেতা নীল ভট্টাচার্যের দিদির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যদিও  এখনও  পর্যন্ত এই খবর কতটা সত্যি সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই ঘোষণা করা হয়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥