• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০০ কোটি নিয়ে ৩০ দিনে শেষ করতে হবে ছবি, ঐ জন্যই নিই না! অক্ষয় অজয়কে নিয়ে বিস্ফোরক প্রকাশ ঝা

‘গঙ্গাজল’ পরিচালক প্রকাশ ঝা (Prakash Jha) এমন একজন ব্যক্তি যিনি স্পষ্টবাদী হিসেবে পরিচিত। নিজের মনে যা আছে, সেই বিষয়ে প্রকাশ্যে কথা বলতে একেবারেই ভয় পান না তিনি। গত কয়েক মাস ধরে যেমন বলিউডের এই নামী পরিচালক একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন। সম্প্রতি তাঁর আসন্ন ছবি ‘মাট্টো কি সাইকিল’এর প্রচারে ফের বলিউডের প্রথম শ্রেণির (A list bollywood actors) বেশ কিছু অভিনেতাকে একহাত নিয়েছেন প্রকাশ।

সম্প্রতি নিজের আসন্ন সিনেমার প্রচারে গিয়ে বলিউড সিনেমার জঘন্য বক্স অফিস পারফরম্যান্স থেকে শুরু করে বয়কট ট্রেন্ড- সব কিছু নিয়ে মুখ খোলেন প্রকাশ। এমনকি সফ্য মুক্তিপ্রাপ্ত আমির খান অভিনীত ফ্লপ ছবি ‘লাল সিং চাড্ডা’ নিয়েও বক্তব্য রাখেন পরিচালক।

   

Prakash Jha

‘আশ্রম’ ওয়েব সিরিজ খ্যাত পরিচালক নিজের সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেন, বলিউডের কোনও প্রথম শ্রেণির অভিনেতা তাঁর সঙ্গে কাজ করতে চান না। কারণ তাঁদের ডেট সহজে পাওয়া যাওয়া না। শুধু তাই নয়, এক মাসে একটি সম্পূর্ণ সিনেমার শ্যুটিং শেষ করা কয়েকজন অভিনেতাকেও প্রকাশ্যে একহাত নেন পরিচালক।

একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় প্রকাশ বলেন, ‘আমার বেশ সমস্যা হচ্ছে। আমি প্রথম শ্রেণির অভিনেতাদের সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছিল। ওনারাও আমার সঙ্গে কাজ করতে চান না। অক্ষয় কুমার, অজয় দেবগণ, রণবীর কাপুর, রণবীর সিংয়ের মতো অভিনেতারা আমার সঙ্গে কাজ করার জন্য উপলব্ধ থাকেন না কারণ আমি সেই ভাবে কাজের প্রস্তাব রাখি না’।

Akshay Kumar and Ajay Devgn

প্রকাশ বলেন, ‘শুধুমাত্র অভিনেতা আরও একটি প্রোজেক্টে কাজ করবেন বলে আমি ৩০ দিনে একটি ছবির শ্যুটিং শেষ করতে চাই না। আমি নিজের মতো করে আমার প্রোজেক্ট করতে চাই। অনেকেই একটি শক্ত চিত্রনাট্যে কাজ করতে চান না’।

Ranbir Kapoor and Ranveer Singh

এখানেই থামেননি ‘গঙ্গাজল’ পরিচালক। প্রকাশের সংযোজন, ‘উনি (অভিনেতা) একটি চরিত্রে প্রবেশের জন্য নিজেকে পর্যাপ্ত সময়টুকু দেন না। প্রত্যেকবার অভিনেতা নিজের মতো করেই দর্শকদের সামনে আসেন। তাঁকে আর কত দেখতে পারবেন? তবে একই সময়ে এমনও অনেক অভিনেতা রয়েছেন, যিনি একটি ছবি তৈরি করতে ৪-৫ বছর সময় নেন। আপনি কেমন গল্প তৈরি করছেন সব কিছু তার ওপরই নির্ভর করে’।

site