• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দায় ঘন কালো কেশ থাকলেও বাস্তবে বয়কাট চুল! ‘বড় চুল কেন নয়?’ প্রশ্নের মুখে দুই টেলি নায়িকা

Published on:

television actress NIbeta Sengupta Ananya Mukherjee real hair style

বাঙালি দর্শকদের প্রতিদিনের বিনোদনের সঙ্গী মানেই সিরিয়াল (bengali serial)। বিভিন্ন চ্যানেলে একাধিক সিরিয়াল রয়েছে দর্শকদের মনোরঞ্জনের জন্য। সিরিয়ালের কাহিনী হিট হলে অভিনেতা অভিনেত্রীরাও জনপ্রিয়তা পান। আর পছন্দের তারকাদের শুধুমাত্র পর্দায় নয় বরং তাদের বাস্তব জীবন সম্পর্কেও জানতে বেশ আগ্রহী থাকেন। এমনই দুই অভিনেত্রী হলেন অনন্যা সেনগুপ্ত (Ananya Sengupta) ও নিবেদিতা মুখার্জী (Nibedita Mukherjee)।

টেলিভিশনের পর্দায় দুজনেই বেশ পরিচিত মুখ। বৌমা একঘর থেকে উমা এর মত সিরিয়ালে অভিনয় করেছেন নিবেদিতা মুখার্জী। কিন্তু পর্দায় তারকাদের যেমনটা দেখা যায় তার সাথে বাস্তবের অনেকটাই পার্থক্য থাকে। যেমন ধরুন পর্দায় শান্তশিষ্ট চরিত্রে অভিনয় করলেই যে বাস্তবেও তিনি শান্ত প্রকৃতির হবেন এমনটা নাও হতে পারে। আবার সিরিয়ালের লুকস ও বাস্তবের মধ্যেও বিশাল ফারাক থাকে।

Actress Ananya Sengupta reel life vs real life hair style

এই যেমন রানী রাসমণি সিরিয়ালের দৌলতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সিরিয়াল শেষ হওয়ার পরে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু আজও দর্শকদের মনে রানী রাসমণি রয়ে গিয়েছেন দিতিপ্রিয়া। এছাড়াও পর্দার আর বাস্তবের ছবিতে আকাশ পাতাল পার্থক্যও রয়েছে! পর্দায় একসময় লম্বা ঘন কালো চুল দেখানো হয়েছিল। তবে বাস্তবে কিন্তু বয়কাট চুলই ভালোবাসেন তিনি।

ঠিক এভাবেই নিবেদিতা মুখার্জী ও অনন্যা সেনগুপ্ত দুই অভিনেত্রীর পর্দার লুক আর বাস্তবের লুক কিন্তু একেবারেই আলাদা। পর্দায় ঘন কালো কেশ থাকলেও বাস্তবে কিন্তু ছোট করে ছাঁটা দুজনেরই চুল। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী, সেখানেই তাকে ছোট করে ছাঁটা চুলে মোহময়ী সাজে দেখা যায়।

Television actress Ananya Sengupta

এছাড়াও ‘মন ফাগুন’ সিরিয়ালে ঋষির পিসির চরিত্রে অভিনয় করেছেন অনন্যা সেনগুপ্ত। লক্ষী কাকিমা সুপারস্টার সিরিয়ালেও রঞ্জনার চরিত্রে লম্বা বিনুনি করা চুল দেখা যাচ্ছে তাঁর। পর্দায় এমন সুন্দর চুলে দেখা গেলেও বাস্তবে ছোট চুলই রাখতে পছন্দ করেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by OLI (@olicalcutta)

এবার কথা হল পর্দায় অভিনেত্রীদেরকে দেখে বেশ ভালো লাগে দর্শকদের। দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি তাঁদের সাজসজ্জা নিয়েও হামেশাই আলোচনা চলে নেটপাড়ায়। সম্প্রতি নেটিজেনরা পছন্দের নায়িকাদের লম্বা চুল রাখার জন্যই অনুরোধ করেছেন। আবার একজন বলেছেন, ‘লম্বা চুলেই তো ভালো লাগে, পর্দার মত বাস্তবে কেন এমন কাল রাখেন না!’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥