• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবাঙালি হয়েও দাপিয়েছেন টলিউড থেকে বলিউড, এবার বাংলার ছেলেমেয়েদের বড় উপহার দিচ্ছেন ভরত কল

Published on:

Actor Bharat Kaul starting his own indtitute

টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন ভরত কল (Bharat Kaul)। গত কয়েক দশক ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন তিনি।‘খড়কুটো’, ‘শ্রীময়ী’-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। তবে এবার টলিউডের একমাত্র কাশ্মিরী পণ্ডিত অভিনেতা সম্পূর্ণ নতুন ভূমিকায় (New role) আসতে চলেছেন।

অভিনেতা হিসেবে টলিউড কাঁপানোর পর বেশ কিছু সময় ধরে বহু ধারাবাহিকের এগজিকিউটিভ প্রোডিউসর হিসেবে কাজ করছেন ভরত। ‘লালকুঠি’, ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’-সহ সেই তালিকাটা কিন্তু বেশ লম্বা। তবে এই দুই ভূমিকায় চুটিয়ে কাজ করার পর এবার সম্পূর্ণ নতুন ভূমিকায় আসতে চলেছেন ভরত কল।

Bharat Kaul

এখনও এমন অনেক ছেলে মেয়েরা আছেন যারা চান সঠিক শিক্ষা নিয়ে অভিনয়ের জগতে পা রাখতে। এবার ইন্ডাস্ট্রিতে পা রাখার জন্য আগ্রহী ছেলেমেয়েদের জন্য ভরত খুলতে চলেছেন একটি ইনস্টিটিউট। নাম দিয়েছেন, ‘ভরত কল ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস’। সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা।

অভিনেতা-প্রযোজক হিসেবে কাজ করার পর হঠাৎ কেন ইনস্টিটিউট খোলার সিদ্ধান্ত নিলেন ভরত? অভিনেতার কথায়, তিনি যখন এই ইন্ডাস্ট্রিতে পা রাখেন তখন তাঁকে পথ দেখানোর জন্য কেউ ছিল না। নিজেকে তৈরি করেছিলেন সিনিয়রদের সান্নিধ্যে। ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলে তরুণ অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গেও যাতে এমন না হয়, সেই কারণেই এই ইনস্টিটিউট খুলেছেন অভিনেতা।

Bharat Kaul

ভরতের এই ইনস্টিটিউটে ভরত নিজের তো ক্লাস নেবেনই। এছাড়াও ইন্ডাস্ট্রির আরও অনেক অভিজ্ঞ অভিনেতা-অভিনেত্রী ক্লাস নেবেন। সেই তালিকায় নাম রয়েছে, সপ্তর্ষি রায়, সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত, তপস্যা দাশগুপ্ত-সহ অনেকের। এছাড়াও এই ইনস্টিটিউটের একটি বিশেষত্ব থাকবে। সেটা হল ডিপ্রেশন ও মন খারাপের সময় শিক্ষানবিশ শিল্পীদের পাশে দাঁড়াবে এই ইনস্টিটিউট।

চলতি বছর পুজোর একেবারে পর অর্থাৎ ১০ অক্টোবর থেকে শুরু হবে ‘ভরত কল ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস’এর পথচলা। ভরত ‘ফাইটিং দ্য অডস’ ক্লাসটি নেবেন। অভিনেতা জানান, কাশ্মীরি পণ্ডিত হওয়ার কারণে বাংলা ভাষাটা তিনি কেরিয়ারের শুরুতে ঠিকঠাক জানতেন না। এত বছর এখানে কাটিয়ে দেওয়ার ফলেও বাংলা ভাষা লিখতে কিংবা পড়তে পারেন না ভরত। তবে এই বিষয়টি শুধুমাত্র তাঁর ক্ষেত্রেই নয়, অনেকের ক্ষেত্রেই হয়। অনেকে সেই কারণে হীনমন্যতায়ও ভোগেন। নিজের এই দুর্বলতাকেই কীভাবে শক্তিতে রূপান্তরিত করতে হবে তাই নিজের ক্লাসে শেখাবেন ভরত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥