‘সুইগি’ ডেলিভারি বয় বিতর্ক যেন কিছুতেই ‘রান্নাঘর’ (Rannaghor) সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের পিছু ছাড়ছে না। নেটিজেনদের একাংশ তো তাঁর ওপর এখনও বেশ চটে রয়েছেন। এমনকি উঠেছে তাঁর শো বয়কটের ডাকও। ‘সুইগি’ বিতর্ক থামার আগেই এবার ফের এক নতুন বিতর্কে জড়ালেন সুদীপা (Sudipa Chatterjee)।
সম্প্রতি জি বাংলার তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। আর তা দেখামাত্রই নেটিজেনদের একাংশ সঞ্চালিকার ওপর ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন। এবার সুদীপার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা আরও বেশি গুরুতর।
জি বাংলার তরফ থেকে সম্প্রতি যে ভিডিও শেয়ার করা হয়েছে, সেখান দেখা যাচ্ছে রান্নাঘরে বসে সন্তোষী মায়ের (Santoshi Maa) পাঁচালী পড়ছেন সুদীপা। আর ব্যস, তা দেখেই চটে গিয়েছেন নেটিজেনরা। একের পর এক কমেন্ট করে ‘রান্নাঘর’ সঞ্চালিকে ধুরে দিচ্ছেন তাঁরা।
সুদীপার ভিডিওয় একজন কমেন্ট করেছেন, ‘কতবার খেয়েদেয়ে যে পাঁচালী পড়ছেন তা নিজেই জানেন না! খেটে খাওয়া মানুষকে আগে সম্মান করতে শিখুন। তারপর পুজো করবেন। আবার পাঁচালী পড়ে নাটক করছেন’। আর একজন আবার লিখছেন, ‘লোক দেখানো কত নাটক যে এরা করবে! এত ফুটেজ খেতে পারেন এই মহিলা। সারাক্ষণ শো অফ করেন’। কেউ কেউ আবার সুদীপার সঙ্গে গায়ক রূপঙ্কর বাগচির তুলনা করে বলেন, ‘রূপঙ্কর বাগচি লাইট’।
View this post on Instagram
দিন কয়েক আগে সুইগি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে চরম বিতর্কে জড়িয়েছিলেন সুদীপা। ‘রান্নাঘর’ সঞ্চালিকা লিখেছিলেন, ‘আমি শুধু জানতে চাই সুইগির একজন ডেলিভারি বয়ও কেন ফোন না করে গন্তব্যে পৌঁছতে পারেন না? আর ফোন করে কেন বলেন, আমি আসছি, আপনি গেট খুলুন। আমি কি দারোয়ান নাকি যে গেট খুলব’! এই পোস্টের পর চরম ট্রোলড হয়েছিল সুদীপা।
বিতর্কে জড়ানোর পর রবিবার একটি পোস্ট করেন সুদীপা। সেখানে তিনি জানান, তিনি কোনও ডেলিভারি বয়কে অপমান করতে চাননি। বরং একটি সংস্থার পলিসি নিয়ে কথা বলেছিলেন। ‘রান্নাঘর’ সঞ্চালিকার মতে, নেটিজেনদের একাংশের নিজেদের জীবনে হতাশা নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছে সেগুলিই নাকি এভাবে ফ্রাস্ট্রেশন হয়ে বেরোচ্ছে।