টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। এই মুহূর্তে ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। বছরভর একের পর এক ঠাসা কাজ তার হাতে। ইউভানের মা হওয়ার পর কিছুদিন বিরতি নিয়ে আবার চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। মা হওয়ার পর গতবছর প্রথম জি বাংলার পর্দায় মহালয়ায় দুর্গা সেজেছিলেন শুভশ্রী।
গতবারের মত এবারেও জি বাংলার পর্দায় দুর্গারূপে ধরা দিচ্ছেন তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে জি বাংলার শুভশ্রীর সেই লুকের ছবি এবং ভিডিও। এবছর দেবী দুর্গার সিংহ বাহিনী ত্রিনয়নী রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। প্রসঙ্গত শুভশ্রী নিজের ধর্ম হিন্দু হলেও কিছুদিন আগেই স্বামী রাজ চক্রবর্তী এবং ছেলে ইউভানকে নিয়ে মসজিদে গিয়েছিলেন ঈশ্বরের আশীর্বাদ নিতে।
যার ফলে সেসময় তাকে নিয়ে তৈরি হয়েছিল ব্যাপক বিতর্ক। হিন্দু ধর্মাবলম্বী হয়েও মুসলিম ধর্ম স্থানে যাওয়ায় সেসময় নেটিজেনদের একাংশের বিরাট কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। ছেলেকে মাথায় ফেজ টুপি পরানোর জন্যও ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই সেলিব্রেটি দম্পতিকে।
আর এখন এই শুভশ্রীই জি বাংলার মহালয়ার দুর্গা সাজায়, বিষয়টি একেবারেই ভালো চোখে দেখছেন না দর্শকরা। এরই মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘দিবাকর মিত্র হিন্দু’ নামে একজন ব্যক্তি নিজের প্রোফাইল থেকে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি শুভশ্রীর নাম নিয়েই তাকে বয়কট করার দাবি তোলেন।
ওই ব্যক্তির সেই পোস্টের কমেন্ট সেকশনে অনেকেই নানা রকম মন্তব্য করেছেন। তাদের মধ্যে একাংশ ওই ব্যক্তির মানসিকতাকে সমর্থন জানালেও অনেকেই এই ধরনের সাম্প্রদায়িক বিশ্বাস নিয়ে ওই ব্যক্তির মানসিকতার চরম নিন্দা করেছেন। তাদের কথায় যারা বেশি ধর্ম নিয়ে মাতামাতি করে তারাই আসলে বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে যুদ্ধ সৃষ্টি করে।