• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘জল নূপুর’এর পর হটাৎই ছেড়েছিলেন অভিনয়! ‘গুড্ডি’ সিরিয়ালে আবারও দুর্দান্ত কামব্যাক লাভলী মৈত্রর

Published on:

Jol Nupur actress Lovely Maitra agains winds viewrs heart in Guddi Serial as Mithi

বাঙালির সাথে বিনোদনের সম্পর্ক বহু দশক পুরোনো। একসময় যখন প্রথম টেলিভিশন আসে মানুষের ঘরে ঘরে তখন কৌতূহলের শেষ ছিল না। আজ কয়েক দশক পেরিয়ে প্রতিটা বাড়িতেই স্মার্টফোন আর টেলিভিশন পৌঁছে গিয়েছে। সন্ধ্যে নামলেই বাড়িতে টিভির সামনে বা ফাঁক পেলেই মোবাইলে পছন্দের সিরিয়াল (Serial) দেখতে বসে পড়েন সকলেই। আজকাল একাধিক সিরিয়ালের ছড়াছড়ি থাকলেও কিছু পুরোনো সিরিয়াল রয়েছে যেগুলো কখনোই পুরোনো হবে না।

কূট কাচালি আর পরকীয়া ছাড়া সেই সমস্ত পুরোনো দিনের সিরিয়ালগুলি দর্শকদের মনে গেঁথে রয়ে গিয়েছে। আর সিরিয়ালের তারকারাও আজও দর্শকদের কাছে প্রিয় রয়ে গিয়েছেন। এমনই একজন অভিনেত্রী হলেন ‘জল নূপুর’ (Jol Nupur) সিরিয়ালের কাজল চরিত্রের অভিনেত্রী লাভলী মৈত্র (Lovely Maitra)। অভিনেত্রীকে আজও সমস্ত সিরিয়ালপ্রেমী দর্শকরাই মনে রেখেছেন।

Jol Nupur,Bengali Serial Actress,Jol Nupur Kajol,Lovely Maitra,জল নূপুর,বাঙালি অভিনেত্রী,লাভলী মৈত্র,সিরিয়ালের অভিনেত্রী,গুড্ডি,মিঠি,Guddi,Mithi

সেই সময় ইন্ডাস্ট্রির বাকি অভিনেত্রীদের তুলনায় একেবারেই নবাগত ছিলেন তিনি। তবে দুর্দান্ত অভিনয় করে সকলের মন জিতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। এরপর ধীরে ধীরে সাবিত্রী চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য থেকে পীযূষ গঙ্গোপাধ্যায়ের মত শিল্পীদের সাথে কাজ করেছিলেন। তাঁর দুর্দান্ত অভিনয় দর্শকরা বুঝতেই পেরেছিলেন ভবিষ্যতে অনেক  দারুন কাজ করবেন তিনি।

Guddi Serial Mithi actress Lovely Maitra

কিন্তু অভিনয় থেকে হটাৎই বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। বিনোদনের দুনিয়া ছেড়ে রাজনীতিতে যোগ দেন। এরপর কেটে গিয়েছে বেশ কয়েক বছর। টেলিভিশনের পর্দায় সেভাবে আর দেখা যায়নি। তবে দীর্ঘদিন পর আবারও ‘গুড্ডি’ (Guddi) সিরিয়ালের হাত ধরে কামব্যাক করেছেন লাভলী মৈত্র। সিরিয়ালে পার্শ্ব চরিত্র ‘মিঠি’র ভূমিকায় দেখা যাচ্ছে তাকে।

সিরিয়ালে গুড্ডির পাশে এসে দাঁড়িয়েছে মিঠি। আর শিরিন থেকে বাকি সকলকে জব্দ করে ছেড়েছে। সব মিলিয়ে বেশ কয়েক বছর পর পর্দায় ফিরলেও দর্শকদের মন আবারও জিতে নিয়েছেন অভিনেত্রী। বোঝাই যাচ্ছে, মুখ্য চরিত্র না পেলেও পার্শ্ব চরিত্রেই কামাল করে দিতে পারেন লাভলী মৈত্র। দর্শকদের একাংশের মত আবারও অভিনেত্রীকে মূল চরিত্রে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন তাঁরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥