• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর আগেই নতুন সদস্য মিঠাইরানির জীবনে! সোশ্যাল মিডিয়ায় ছবি দিতেই এল এক রাশ শুভেচ্ছা

Published on:

মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,নতুন স্কুটি,New Scooty,সোশ্যাল মিডিয়া,Social Media

সিরিয়াল প্রেমি অথচ ‘মিঠাই’ দেখেন না এমন দর্শকদের সংখ্যা প্রায় নেই বললেই চলে। বাংলার প্রতিটি ঘরে ঘরে এখন রাত আটটা বাজতেই চলে এই একটাই সিরিয়াল। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন এই মুহূর্তে ধারাবাহিকের চলছে প্রচন্ড একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা মোদক পরিবার।

আদিত্য আগারওয়ালের কথায় ওয়ান এন্ড অনলি প্রমিলা লাহা উঠে পড়ে লেগেছে মিঠাই -সিদ্ধার্থের দাদুর স্বপ্নের মনোহরা হাতিয়ে নেওয়ার জন্য। তার জন্য সিঁড়ি হিসেবে তারা ব্যবহার করতে চাইছে ট্যাস বুড়ি অর্থাৎ তোর্সাকে। সবমিলিয়ে এখন ফের এক নতুন চ্যালেঞ্জের মুখে গোটা মোদক পরিবার।

মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,নতুন স্কুটি,New Scooty,সোশ্যাল মিডিয়া,Social Media

এ তো গেল সিরিয়ালের কথা। তবে একথা কিন্তু ঠিক এই সিরিয়ালের দৌলতেই অল্পদিনের মধ্যেই দর্শক মহলে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু।দিনে দিনে হুহু করে বাড়ছে অভিনেত্রীর ফ্যান ফলোয়িং। প্রসঙ্গত অভিনয়ের পাশাপাশি বরাবরই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত একটিভ থাকেন সৌমিতৃষা। নিজের জীবনের সুখ-দুঃখ থেকে শুরু করে সমস্তটাই অনায়াসে তিনি ভাগ করে নেন  নিজের অনুরাগীদের সাথে।

মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,নতুন স্কুটি,New Scooty,সোশ্যাল মিডিয়া,Social Media

দর্শকরাও তেমনি মিঠাই বলতে পাগল সকলেই।সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর নামে তৈরি ফ্যান পেজ গুলোতে উঁকি দিলেই বোঝা যায় সে কথা। এরই মধ্যে গতকাল মাঝরাতেই সোশ্যাল মিডিয়ার দুটি ছবি আপলোড করে সবাইকে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন সকলের প্রিয় মিঠাই রানী। সেই ছবিতে দেখা যাচ্ছে মাছ রাস্তায় হলুদ রঙের স্কুটিতে চেপে বসে রয়েছেন সকলের প্রিয় মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা।

মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,নতুন স্কুটি,New Scooty,সোশ্যাল মিডিয়া,Social Media

এদিন অভিনেত্রীর পরনে ছিল গোলাপি টপ, সাদা মিনি স্কার্ট। আর সাথে ম্যাচিং গোলাপি জুতো । খোলা চুলে মিঠাই রানীর এমন এমন মিষ্টি ছবি দেখে কমেন্টস সেকশনে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরাও। ক্যাপশনে অভিনেত্রী স্পষ্ট করে কিছু না লিখলেও অনুরাগীরা সকলেই একপ্রকার ধরেই নিয়েছেন পুজোর আগে নিজের জন্য উপহার হিসাবেই এই হলুদ রঙের স্কুটি কিনেছেন মিঠাই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥