সোশ্যাল মিডিয়ার দৌলতে এখনকার দিনে সমালোচনা করার মতো বিষয়ের কোনো কমতি নেই। এই যেমন নিজের করা বিতর্কিত মন্তব্যের জেরে বিগত বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছেন রান্নাঘরের রানী সুদীপা চ্যাটার্জী (Sudipa Chatterjee)। সম্প্রতি জনপ্রিয় এই সঞ্চালিকা সুইগির ডেলিভারি বয়দের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে সোশ্যাল একটি পোস্ট করেছিলেন।
সেই পোস্টে তিনি লিখেছিলেন ‘আমি শুধু জানতে চাই সুইগির একজন ডেলিভারি বয়ও ফোন না করে কেন গন্তব্যে পৌঁছাতে পারেন না? ফোন করে কেন বলবে, ‘আমি আসছি আপনি গেটটা খুলুন’ আমি কি দারোয়ান যে গেট খুলব?’ স্বাভাবিকভাবেই সুদীপার মত একজন জনপ্রিয় সঞ্চালিকার মুখে এমন মন্তব্য শুনে সকলেরই মনে হয়েছে প্রচন্ড অহংকারী তিনি।
যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে সেই পোস্ট ডিলিট করে দিয়েছিলেন তিনি। কিন্তু ততক্ষণে সেই পোস্টের স্ক্রিনশট ঝড়ের বেগে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কমেন্ট সেকশনে একেবারে চাঁচাছোলা ভাষায় সুদীপার অহংকারকে কড়া ভাষায় সমালোচনা করেন নেটিজেনরা। প্রকাশ্যে ‘অসভ্য’, ‘অভদ্র’ মহিলা বলে মন্তব্য করতেও ছাড়েননি অনেকে।
এর পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে একটি পোস্ট করেছিলেন সুদীপা। সেখানে তিনি চিঠির আকারে লিখেছিলেন ‘আমি যেটা বলতে চেয়েছি সেটা কেউ বুঝতেই পারেননি। একজন দরিদ্র ডেলিভারি বয় কে কেন অপমান করতে যাবো আমি? কল করবেন না অপশন সিলেক্ট করার পরেও কল আসে কোনো না কোনো বাহানায়’।
শেষের সুদীপা লিখেছিলেন ‘আশা করছি আমি যেটা বলতে চাইছি সেটা বোঝাতে পেরেছি। আমার কথায় যদি কাউকে আঘাত করে থাকি তাহলে দুঃখিত, ইচ্ছাকৃতভাবে করিনি। মা আসছেন তাই চলুন একসাথে অশুভ শক্তির বিনাশ গড়িয়ে শান্তিতে পুজোয় মেতে উঠি’। প্রসঙ্গত এই বিতর্কের মধ্যেই সুদীপা জোর কদমে প্রচার চালাচ্ছেন নিজের শাড়ি এবং গয়নার।
সুদিপার কালেকশনের শাড়ি এবং গয়নায় নিজে তো সাজছেনই সেইসাথে ছেলেকেও সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই বিজ্ঞাপন দিতে দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি এমনই দুটি বিজ্ঞাপন দিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন সঞ্চালিকা। সেখানে সুদীপার শাড়ি গয়নার বিজ্ঞাপন দেখে সকলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা সুদীপা চট্টোপাধ্যায়-এর থেকে জামা কাপড় কিনবেন না। তাছাড়া তার করা মন্ত্যব্যের জন্য এখনো কারও তার ওপর রাগ কমেনি।