বলিউডের (Bollywood) সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। ছবির কনটেন্ট যেমনই হোক না কেন, দর্শকরা সেই ছবি কিছুতেই দেখতে যাচ্ছেন না! সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে ‘বয়কট ট্রেন্ড’।
এবার চলচ্চিত্র বিশেষজ্ঞেরা যে ভবিষ্যদ্বাণী করেছেন, তা শুনলে নিশ্চয়ই বলিপ্রেমী মানুষদের মন একেবারে ভেঙে যাবে। কয়েকদিন আগেই বলি বিশেষজ্ঞেরা বলেছিলেন, বছরের প্রথম অংশে হিন্দি সিনেমা বক্স অফিসে ভালো ব্যবসা না করলেও, বছর শেষ হওয়ার আগে নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে হিন্দি সিনে দুনিয়া।
কিন্তু শেষ দুই মাসে হিন্দি সিনেমার ব্যবসা দেখে প্রত্যেক চলচ্চিত্র বিশেষজ্ঞ প্রায় একবাক্যে মেনে নিয়েছেন, সেপ্টেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত ছবিগুলিও যদি না চলে তাহলে কিন্তু এবার পাকাপাকিভাবে বলিউডের বিসর্জন (Washout month) হয়ে যাবে।
বলিউড সিনেমার শেষ দুই মাসের ব্যবসা খতিয়ান যদি দেখা হয়, তাহলে চোখে পড়বে জুলাই মাসে মোট ২৭০ কোটি টাকা আয় করেছিল হিন্দি সিনেমা। আশা করা হচ্ছিল, পরের মাসে সেই অঙ্কটা হয়তো আরও একটু বাড়বে। কিন্তু একেবারেই তা হয়নি। বরং আগস্ট মাসে বলিউডের আয় প্রায় ৫০ শতাংশ কমে গিয়েছে। গত মাসে মাত্র ১৪২ কোটি টাকা ঘরে তুলতে সক্ষম হয়েছে বলিউড।
জুলাই এবং আগস্ট মাসে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমার কথা বলা হলে, জুলাই মাসে মুক্তি পেয়েছিল ‘এক ভিলেন রিটার্নস’, ‘রকেট্রি’, ‘শামশেরা’, ‘শাবাস মিঠু’। অপরদিকে আগস্ট মাসে মুক্তি পেয়েছিল সুপারস্টার আমির খান, অক্ষয় কুমার, বিজয় দেবরাকোন্ডার ছবি। ‘লাল সিং চাড্ডা’, ‘রক্ষা বন্ধন’, ‘লাইগার’এর মতো একাধিক বিগ বাজেট ছবি মুক্তি পাওয়া সত্ত্বেও দর্শকদের ইমপ্রেস করতে ব্যর্থ হয়েছে বলিউড।
বলিউডের কাছে ঘুরে দাঁড়ানোর জন্য এখন আর মাত্র একটি সুযোগ রয়েছে। সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে চলা হিন্দি ছবিগুলিও যদি বক্স অফিসে ভালো ব্যবসা না করতে পারে, তাহলে কিন্তু পুজোর আগেই বিসর্জন হয়ে যেতে পারে বলিউডের।
চলতি মাসে মুক্তি পেতে চলা হিন্দি সিনেমার তালিকায় রয়েছে একাধিক বিগ বাজেট ছবি। রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ থেকে শুরু করে আর মাধবনের ‘ধোকা রাউন্ড ডি কর্নার’ হয়ে ঋত্বিক রোশন, সইফ আলি খানের ‘বিক্রম বেধা’- একাধিক বহু প্রতীক্ষিত সিনেমা মুক্তি পেতে চলেছে এই মাসে। এবার দেখার সেপ্টেম্বর মাস বলিউডের ভাগ্য ফেরাতে পারে কিনা।