• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যেন সাক্ষাৎ মা কালী! হাতে খাঁড়া নিয়ে দাঁড়িয়ে থাকা গৌরির রূপ দেখে উচ্ছসিত দর্শক   

Published on:

গৌরী এলো,Gouri Elo,ইশান,Ishan,গৌরী,Gouri,Ghomta Kali,ঘোমটা কালী,New Video,নতুন ভিডিও

সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে সিরিয়ালই যেন সব কিছুর উর্দ্ধে। তাই কর্মব্যস্ত জীবন থেকে অবসর মিলতেই পছন্দের সিরিয়াল দেখতে বসে যান সকলেই। আর ঠাকুর দেবতা নিয়ে তৈরি সিরিয়াল হলে তো কথাই নেই।  ধর্মীয় বিষয় নিয়ে তৈরী সিরিয়ালের ওপর বরাবরই দর্শকদের আগ্রহ একটু বেশীই থাকে। এই কারণেই দর্শকমহলে বরাবরই ব্যাপক চাহিদা রয়েছে ধর্মীয় সিরিয়ালের।

বর্তমানে জি বাংলার দর্শকদের কাছে দারুন জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল জি বাংলার ‘গৌরী এলো’ (Gouri Elo)। এই সিরিয়ালের মধ্য দিয়ে ধর্ম এবং বিজ্ঞানের সুন্দর মিশেল ঘটেছে। সিরিয়ালে পেশায় ডাক্তার ইশান (Ishan) ঘোষালের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় আর নায়িকা গৌরীর (Gouri) চরিত্রে রয়েছেন নবাগতা অভিনেত্রী মোহনা মাইতি (Mohana Maity)।

গৌরী এলো,Gouri Elo,ইশান,Ishan,গৌরী,Gouri,Ghomta Kali,ঘোমটা কালী,New Video,নতুন ভিডিও

এই সিরিয়ালের নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন এই সিরিয়ালের নায়ক-নায়িকা দুজনেই হর গৌরীর আশীর্বাদ ধন্য।শুরু থেকে দর্শকরাও চুটিয়ে উপভোগ করছেন মানুষরূপী এই শিব পার্বতী জুটির খুনসুটি, হাসি, মজা,ভালোবাসা মেশানো মিষ্টি প্রেমের গল্প। তবে সিরিয়ালে ঈশানের সাথে বিয়ের পর ঘোষাল বাড়িতে আসার পর থেকেই ভন্ড শৈল মা (Shailo Maa)-এর অত্যাচারে অতিষ্ঠ গৌরী।

গৌরী এলো,Gouri Elo,ইশান,Ishan,গৌরী,Gouri,Ghomta Kali,ঘোমটা কালী,New Video,নতুন ভিডিও

কিছুদিন আগেই সিরিয়াল দেখা গিয়েছিল শৈল মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাতারাতি ঘোষাল বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল গৌরী। তারপর থেকেই  অনেক খুঁজে তাকে একটি মন্দিরে দেখতে পেয়েছিল ইশান। তারপর তাদের  সমুদ্র ঘুরতে যেতে দেখা যায়। তারপর সেখান থেকে ইতিমধ্যেই আবার গৌরীকে নিয়ে বাড়ি ফিরে এসেছে ঈশান।

গৌরী এলো,Gouri Elo,ইশান,Ishan,গৌরী,Gouri,Ghomta Kali,ঘোমটা কালী,New Video,নতুন ভিডিও

আর গৌরী বাড়ি ফিরতেই একে একে সব কিছুই আগের মতন হয়ে যাচ্ছে। এই ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন হর-পার্বতীর অংশ ইশান গৌরীর মিলন হলেই উঠে যাবে ঘোমটা কালীর (Ghomta Kali) ঘোমটা। তাই ঘুরতে গিয়ে ঈশান গৌরী  কাছাকাছি আসতেই  খসে পড়ে ঘোমটা কালীর ঘোমটার কিছু অংশ। এরই মধ্যে সম্প্রতি ভাইরাল হয়েছে  সিরিয়ালের একটি নতুন ভিডিও (New Video)।

এই ভিডিওতে দেখা যাচ্ছে অনেকদিন ঠিক মতো মায়ের যত্ন নিতে পারেনি গৌরী। মায়ের হাত থেকে খাঁড়া আর চাঁদ মালা নিয়ে পরিষ্কার করার জন্য নিয়ে নেয় গৌরী।পিছন থেকে একজন তাকে গৌরী বলে ডাকতেই একহাতে খাঁড়া আর এক হাতে চাঁদমালা ধরে থাকা গৌরীর এক অসাধারণ রূপ দেখা যায়। যা দেখে দর্শকদের মনে হয়েছে যেন সাক্ষাৎ মা কালী গৌরীর মধ্যে ধরা দিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥