টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতাদের কথা বলতে গেলেই অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) নামটা আসবেই। যতবারই পর্দায় এসেছেন নিজের দক্ষ অভিনয় দিয়ে মন কেড়ে নিয়েছেন দর্শকদের। এমনকি বঙ্গ রমনীদের হৃদয়হরণ করে বং ক্রাশে পরিণত হয়েছেন তিনি। সাথে বাঙালির প্রিয় গোয়েন্দা চরিত্র ‘ব্যোমকেশ’ (Byomkesh) হিসাবেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তাঁর।
তবে শুধু গোয়েন্দা চরিত্রে নয়, বরং যে কোনো চরিত্রেই দুর্দান্ত অভিনয়ের ক্ষমতা রাখেন তিনি। যেমন ব্যোমকেশ মুগ্ধ করেছেন দর্শকদের, তেমনি ‘রবীন্দ্রনাথ এখানে খেতে আসেননি’তেও তাঁর অভিনয় একেবারে প্রাণবন্ত। হ্যাঁ শুধুমাত্র টলিউডে সীমাবদ্ধ থাকেননি তিনি। হিন্দি ছবি থেকে শুরু করে ওটিটি (OTT) প্ল্যাটফর্মেও সমান জনপ্রিয় তিনি।
তবে সাধারণভাবে যেমনটা দর্শকরা তাকে দেখে অভ্যস্ত তাঁর থেকে কিঞ্চিৎ আলাদা রূপে দেখা গিয়েছিল অভিনেতাকে ‘মন্দার’ (mandar) নামক ওয়েব সিরিজে। এই ওয়েব সিরিজে রুপোলি পর্দার ব্যোমকেশের সত্যবতী অভিনেত্রী সোহিনী সরকারকেও দেখা গিয়েছে। দুজনকেই একেবারে অন্য মোড়কে মুড়ে তুলে ধরা হয়েছিল দর্শকদের কাছে। ওয়েব সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ঠিকই, সাথে আলোচনাও শুরু হয়েছিল সাহসী দৃশ্যকে ঘিরে।
ইদানিং জানা গিয়েছে আবারও ওটিটির পর্দায় একটি নতুন প্রজেক্টে কাজ করছেন অভিনেতা। এবারে তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। তবে মন্দার ওয়েব সিরিজের জেরে আজও প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেতাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও সেই দৃশ্য নিয়ে প্রশ্ন করা হয় অভিনেতাকে। কি সেই দৃশ্য? সেটা হল মন্দার ওয়েব সিরিজে একটি দৃশ্যে ‘হস্তমৈথুন’ করতে দেখা গিয়েছিল তাকে। সেই দৃশ্য নিয়েই প্রশ্ন।
অভিনেতাকে জিজ্ঞাসা করা হয় নিজের সাহসী দৃশ্যে অভিনয়ের কারণে কি অন্যরকম পরিচিতি গড়ে উঠছে? যার উত্তরে তিনি জানান, ‘এমনটা যে একেবারে নেই তা নয়। আসলে ব্যাপারটা হল মানুষের মধ্যে যৌন শিক্ষার বড় অভাব। যৌনতাকে একটা গোপন ভুতের মত দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে মানুষ। তবে এই ভুত মানুষ অন্য কোথাও দেখতে পেলে ভালো লাগবে না’।
এরপর অভিনেতা আরও বলেন, ‘মন্দার ওয়েব সিরিজে একটি মাস্টারবেশনের দৃশ্য আছে। সেটাকে নিয়ে অনেকেই আমায় বলেছে যে একটা ওয়েব সিরিজ দেখব আর এই মাস্টারবেশন দেখতে হবে। কিন্তু বাস্তবতা তো এই যে ৯৯ থেকে ১০০% পুরুষ এটা করেই থাকেন। অথচ সেটা পর্দায় দেখলেই সমস্যা। কি সমস্যা সেটা সাইকোলজিস্ট বলতে পারবেন। তাছাড়া এখন তো সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং চলছে, কদিন পরে হয়তো বাড়িতেই ঢিল ছোঁড়া হবে’।