আর মাত্র কটা দিনের অপেক্ষা? হাতের কর গুনতে গুনতেই এসে পড়বে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। চলতি মাসের শেষের দিকে অর্থাৎ২৫ সেপ্টেম্বর পড়েছে এবারের মহালয়া। মহালয়া মানেই দুর্গাপুজোর গৌরচন্দ্রিকা। যদিও যুগের সাথে তাল মিলিয়ে আগেকার মহালয়ার এর সাথে এখনকার মহালয়ার মধ্যে রয়েছে বিরাট পার্থক্য। তবে এখনও প্রজন্মের পর প্রজন্ম জুড়ে একটা জিনিস একই রয়েই গিয়েছে।
এখনো মহালয়ারভোরে ঘুমকাতুরে বাঙালিও ধড় পরিয়ে উঠে পড়ে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী শোনার জন্য। তারপরেই প্রত্যেক বছর বাংলা টেলিভিশনের পর্দায় চ্যানেল চ্যানেলে শুরু হয় মহালয়ার অনুষ্ঠান। কে সবচেয়ে সেরা দুর্গা তা নিয়েই চ্যানেলগুলির মধ্যে চলতে থাকে ঠান্ডা লড়াই। মহালয়ার অনুষ্ঠানে এগিয়ে থাকার লড়াইয়ে প্রতিটি চ্যানেলের তরফেই এবছর রয়েছে বিরাট চমক।
কালার্স বাংলা থেকে শুরু করে স্টার জলসা কিংবা জি বাংলা কেউ কাউকে একচুল জমিও ছাড়তে রাজি নয়। সমস্ত চ্যানেলের তরফে ইতিমধ্যেই প্রকাশ্যে আনা হয়েছে দেবী দুর্গা সহ তাঁর সমস্ত রূপের ঝলক। তবে এদিক দিয়ে খানিকটা হলেও সাসপেন্স ধরে রেখেছে জি বাংলা। এই চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা প্রমো দেখে জানা গিয়েছে গতবারের মতো এ বছরও এই চ্যানেলে দেবী দুর্গা রূপে দেখা যাবে টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে।
তবে দেবী দুর্গার অন্যান্য রূপে কে কে থাকছেন তার সবটাই এখনই প্রকাশ্যে আনেনি চ্যানেল কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত শুধু জানা গিয়েছে এ বছর দেবী দুর্গার চন্ডিকা রূপে থাকছেন পিলু সিরিয়ালের রঞ্জা অভিনেত্রী ইধিকা পাল। অন্যদিকে দেবী গন্ধেশ্বরীর রূপে থাকছেন গৌরী এলো সিরিয়ালের গৌরীঅভিনেত্রী মোহনা মাইতি।
আজই চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়েছে মহালয়ার বিহাইন্ড দ্য সিন একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে মহালয়ায় দেবীর অন্যান্য সাজে রয়েছেন বাংলার অন্যতম সেরা সিরিয়াল মিঠাইয়ের নায়িকা সৌমিতৃষা। এছাড়াও দেবীরূপে দেখা যাচ্ছে উমা সিরিয়ালের নায়িকা শিঞ্জিনী চক্রবর্তীকে। তাছাড়া আরো একটি বিশেষরূপে দেখা গেছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার সিরিয়ালের লক্ষ্মী কাকিমার বৌমা হংসিনীকে।অন্যদিকে দর্শকদের দাবি মেনে আজ-ই প্রকাশ্যে এসেছে