• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সব্বাইকে মুরগি বানিয়েছেন বাদশাহ! ‘পারদেশ’ ছবিতে ডুপ্লিকেট দিয়ে কাজ চালিয়েই হিট হয়েছেন শাহরুখ 

Updated on:

শাহরুখ খান,Shahrukh Khan,পারদেশ,Pardesh,সুভাষ ঘাই,Subhash Ghai,ইয়ে দিল দিওয়ানা,Yeh Dil Deewana,ডুপ্লিকেট,Duplicate

শাহরুখ খান (Shahrukh Khan) নামটাই যথেষ্ট। দেশ ছাড়িয়ে বিদেশেও রয়েছে কিংখানের বিরাট ফ্যান ফলোয়িং। নিজের দীর্ঘ অভিনয় জীবনে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছিলেন অভিনেতা। শাহরুখ অভিনীত এমন একটি জনপ্রিয় সিনেমা হল ‘পারদেশ’ (Pardesh)। সুভাষ ঘাই (Subhash Ghai) পরিচালিত এই সিনেমা টি মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে। এই সিনেমার একটি জনপ্রিয় গান হল ‘ইয়ে দিল দিওয়ানা’ (Yeh Dil Deewana)।

বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে এই গান তৈরীর প্রসঙ্গে কথা বলতে গিয়ে খোদ পরিচালক জানিয়েছিলেন আদতে এই গানটার শুটিংয়ের সময় সেই দৃশ্যে শাহরুখ ছিলেন না। শুটিংকরেছিলেন শাহরুখের ডুপ্লিকেট (Duplicate)।যদিও একথাও ঠিক গানটিতে শাহরুখ খানকেই দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু কি করে? এমন কান্ড কি করে ঘটিয়েছিলেন পরিচালক মশাই?

শাহরুখ খান,Shahrukh Khan,পারদেশ,Pardesh,সুভাষ ঘাই,Subhash Ghai,ইয়ে দিল দিওয়ানা,Yeh Dil Deewana,ডুপ্লিকেট,Duplicate

আসলে তিনি নাকি মাত্র দু’দিনেই এই গানটির শুটিং করেছিলেন। সে সময় আন্ধেরির একটা স্টুডিওতে তিনি সনু নিগমকে সে সময় ডেকে পাঠিয়ে বলেছিলেন গানটি এত জোরে জোরে গাইতে হবে যাতে মনে হয় যেন কেউ জোরে জোরে হাতুড়ি পেটাচ্ছে। তারপরে তিনি ঠিক করেন এই গানটির শুটিং সবার শেষে করবেন।

জানা যায় গোটা সিনেমার শুটিং চলাকালে পরিচালককে যথাসাধ্য ভাবে সাহায্য করেছিলেন শাহরুখ। কিন্তু শেষের দিকে দুদিনের বেশি তার পক্ষে আর শুটিং করা সম্ভব ছিল না। পরিচালক জানান কোন একটা কারণে সম্ভবত শাহরুখের স্ত্রী গৌরি সেসময় প্রেগন্যান্ট ছিলেন। এইকারণে তার দিল্লি যাওয়ার প্রয়োজন ছিল । সেই মুহূর্তে তাই পরিচালক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি শাহরুখের শুধুমাত্র ক্লোজআপ শর্টগুলি নেবেন আর ওই গানের বাকি দৃশ্যের লং শট নেওয়া হবে।

শাহরুখ খান,Shahrukh Khan,পারদেশ,Pardesh,সুভাষ ঘাই,Subhash Ghai,ইয়ে দিল দিওয়ানা,Yeh Dil Deewana,ডুপ্লিকেট,Duplicate

সুভাষ ঘাইয়ের কথায় লং শটে নেওয়া এই দৃশ্যগুলোতেই অভিনয় করতে দেখা যাবে শাহরুখের ডুবলিকেটকে। সেদিন সকালে সাতটার সময় শাহরুখকে দু’ঘণ্টার জন্য শুটিংয়ে ডেকে পাঠানো হয়েছিল। লস এঞ্জেলেস- এ বেশ ওই অল্প সময়ের মধ্যেই শুধু মাত্র শাহরুখের কয়েকটি ক্লোজআপ শর্ট নিয়ে নিয়েছিলেন তিনি।পরবর্তীকালে সেই দৃশ্যগুলোই ব্যবহার করা হয়েছিল গানের শুটিংয়ে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥