• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুখেই যত বুলি, ‘ব্রহ্মাস্ত্র’ উচ্চারণ করারও ক্ষমতা নেই! করণ-অয়নকে ধুয়ে দিল বিবেক অগ্নিহোত্রী

‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) সাম্প্রতিক অতীতে একাধিক বিস্ফোরক মন্তব্য করে সংবাদমাধ্যমের শিরোনামে চলে এসেছেন। অনুরাগ কাশ্যপকে একহাত নেওয়া থেকে শুরু করে বলিউডের অন্ধকার পরিবেশ সম্বন্ধে মুখ খোলা- বিবেক একাধিক বিষয়ে নিজের মতামত রেখেছেন। তবে এবার পরিচালকের নিশানায় চলে এসেছে ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) ছবির নির্মাতারা। পরিচালক অয়ন মুখার্জি (Ayan Mukerji) এবং প্রযোজক করণ জোহরকে (Karan Johar) ধুয়ে দিয়েছেন তিনি।

অয়ন পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা। ৪১০ কোটির এক বিশাল বাজেটে তৈরি হয়েছে ছবিটি। বলিউডের ইতিহাসের অন্যতম দামী সিনেমা এটি। ছবির স্টার কাস্টও নজরকাড়া। অমিতাভ বচ্চন, নাগার্জুন, রণবীর কাপুর, আলিয়া ভাট, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, মৌনী রায়ের মতো তারকারা এই ছবিতে অভিনয় করেছেন।

   

Brahmastra promotional event

এবার এই ছবি নিয়েই নিজের মতামত প্রকাশ করেছেন বিবেক। প্রকাশ্যে একহাত নিয়েছেন ছবির পরিচালক অয়ন এবং প্রযোজক করণকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারের সময় ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বলেন, ‘ব্রহ্মাস্ত্র, ওনারা এই কথার মানে জানেন? ওনারা অস্ত্র ভার্সের কথা বলছেন, ওটা আবার কী?’

Ayan Mukerji

এরপরই অয়নকে একহাত নিয়েছেন বিবেক বলেন, ‘এরপর ছবির পরিচালকের কথা বললে, ও তো ব্রহ্মাস্ত্র উচ্চারণও পারে না। ও খুব ভালো পরিচালক। ওঁর ওয়েক আপ সিড এবং দ্বিতীয় ছবিটি আমার খুব ভালোলেগেছিল। আমি আশা করি ও একটা ভালো সিনেমা বানাবে। একজন মা যেমন তাঁর সন্তানের প্রতি চিন্তিত থাকেন, আমিও ওঁর ব্যাপারে তেমনভাবেই চিন্তিত। আমি আশাহত হয়েছিল। এগুলিই ছবির সমস্যা’।

Vivek Agnihotri,Vivek Agnihotri on Brahmastra,Vivek Agnihotri on Ayan Mukerji,Ayan Mukerji,Karan Johar,Brahmastra,bollywood,entertainment,বিবেক অগ্নিহোত্রী,ব্রহ্মাস্ত্র,অয়ন মুখার্জি,করণ জোহর,বলিউড,বিনোদন

অয়নের সম্বন্ধে বলার পর ধর্মা প্রোডাকশনের কর্ণধারকে একহাত নেন বিবেক। করণ প্রসঙ্গে বলেন, ‘ওনারা LGBTQ অ্যাক্টিভিজম নিয়ে কথা বলেন, এরপর নিজেরাই সেই বিষয়টা নিয়ে মজা করেন। কেন মাঝেমধ্যেই করণের সিনেমা LGBTQ কমিউনিটি নিয়ে মজা করে? কেন? আর ওনারাই আবার অ্যাক্টিভিজম নিয়ে কথা বলেন’।

Karan Johar in Koffee With Karan

বিবেক অয়ন এবং করণ সম্বন্ধে একথা বললেও, তাঁরা কিন্তু এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। এবার দেখার, ‘ব্রহ্মাস্ত্র’ নির্মাতারা ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালকের এই বক্তব্যের কোনও জবাব দেন কিনা।

site