বাংলা বিনোদন জগতের অন্যতম পরিচিত একজন অভিনেত্রী হলেন রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম একজন দাপুটে অভিনেত্রী তিনি। দীর্ঘ অভিনয় জীবনে তিনি অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় ধারাবাহিকে। খলনায়িকা চরিত্রের পাশাপাশি বেশ কিছু পজিটিভচরিত্রেও ধরা দিয়েছেন রুপাঞ্জনা।
তবে অনেকেই হয়তো জানেন না অভিনয় জীবনের মতই বর্ণময় অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও। আজ থেকে পাঁচ বছর আগে অর্থাৎ ২০১৭ সাল থেকে তিনি একজন সিঙ্গেল মাদার। এখন তার গোটা জগত তার আট বছরের ছেলে রিয়ানকে ঘিরে। সঙ্গী অবশ্য রয়েছেন আরও একজন। অভিনেত্রীর কাছের মানুষ। তিনি হলেন পরিচালক তথা অভিনেতা রাতুল মুখোপাধ্যায় (Ratul Mukherjee)। দীর্ঘ সাড়ে চার বছর ধরে সম্পর্কে রয়েছেন তারা।
সম্পর্কে বয়স একটা সংখ্যা এই কথাটা আরও একবার প্রমাণ করেছেন এই জুটি। প্রসঙ্গত রূপাঞ্জনার সাথে রাতুলের বয়সের ফারাক ৬ বছর। তা নিয়ে অবশ্য তাদের কোনরকম মাথা ব্যথায ছিল না কোনোদিন। রুপানজনার কথায় তিনি এই তরুণ পরিচালকের মধ্যে অনেক ম্যাচিউরিটি দেখেছেন। তাই অভিনেত্রী চান তাদের এই সুন্দর মিষ্টি সম্পর্কটা একটা সুস্থ স্বাভাবিক পরিণতি পাক।
আগামী দিনে বিয়ে করারও পরিকল্পনা রয়েছে তাদের। সম্প্রতি প্রসঙ্গে টিভি নাইন বাংলায় রূপাঞ্জনা বলেছেন তাদের এই ভালোবাসাটা হল ‘প্ল্যাটনিক’ ভালোবাসা। বিয়ের প্রসঙ্গ উঠতেই রাতুল বলেছেন বিয়ে তারা করবেন। কিন্তু এই মুহূর্তে তারা ফোকাস করছেন নিজেদের ক্যারিয়ারে। পরিচালক রাতুলের কথায় ৪-৫ বছর ধরে থাকা এই সম্পর্কে তারা ভালো আছেন। রাতুলের কথায় ‘আমরা একে অপরের খুবই ভালো বন্ধু সেই জন্যই হয়তো আমাদের সম্পর্কটা টিকে গিয়েছে’।
রাতুলের সাথে দারুন বন্ডিং রূপাঞ্জনা ছেলে রিয়ানেরও। রিয়ান প্রসঙ্গে রাতুল জানিয়েছেন রিয়ান খুবই মিষ্টি একটি ছেলে তারা নাকি একসঙ্গে গিয়ে ভিডিও গেমস খেলে। এছাড়া রাতুল জানিয়েছেন তাদের মধ্যে রক্তের সম্পর্ক না থাকলেও তাদের একটা মানসিক সম্পর্ক রয়েছে। যার জন্য তাদের মধ্যে রয়েছে দারুণ সুন্দর একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।