পূজো এসে গিয়েছে, হাতে আর এক মাসও সময় নেই। হাতে গোনা মাত্র কয়েক দিন পরেই অর্থাৎ চলতি মাসের ২৫ তারিখেই মহালয়া। দেখতে গেলে মহালয়াই হল বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার গৌরচন্দ্রিকা। এখন থেকেই আকাশে নীল সাদা মেঘের ভেলা আর পূজো পুজো গন্ধে ম ম করছে গোটা বাংলা। দুর্গাপূজা মানেই গোটা বাঙালি জাতির কাছে এমন একটা উৎসব যার জন্য একটা গোটা বছর অপেক্ষায় থাকেন আট থেকে আশি সকলেই।
মহালয়ার ভোরে ঘুমকাতুরে বাঙালিও ধড়পড়িয়ে উঠে পড়ে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী শোনার জন্য। আর তারপরেই বাংল টেলিভিশনের চ্যানেলে চ্যানেলে শুরু হয়ে যায় দুর্গা সাজার প্রতিযোগিতা। কে সেরা দুর্গা হবেন তাই নিয়ে চলতে থাকে কড়া টক্কর। ইতিমধ্যেই সমস্ত বিনোদনমূলক চ্যানেলের তরফে প্রকাশ্যে আনা হয়েছে তাদের মহালয়ার ঝলক।
ব্যতিক্রম নয় জি বাংলাও। গতবছরের মত এই বছরেও জি বাংলায় সিংহবাহিনী দেবী দুর্গার রূপে ধরা দিচ্ছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। প্রসঙ্গত এখনকার দিনের মহালয়ায় একটা বিশিষ্টট্রেন্ড চালু হয়েছে। বেশিরভাগ চ্যানেলেই এখন একজন আসল দুর্গার সাথেই দেখা যায় দেবী দুর্গার বিভিন্ন রূপ। আর সেইসব রূপে ধরা দেন অন্যান্য জনপ্রিয় সব টেলি অভিনেত্রীরা। যদিও জি বাংলা তরফে এখনো দেবী দুর্গার অন্যান্য সকল রূপের ঝলক ঝলক এখনো পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি।
এক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষের তরফে খানিকটা সাসপেন্স বজায় রেখেই ধীরে ধীরে প্রকাশ্যে আনা হচ্ছে দেবী দুর্গার অন্যান্য রূপ। গতকালই যেমন দেবী চণ্ডীকা রূপে দেখা গিয়েছে পিলু সিরিয়ালের রঞ্জা অভিনেত্রীইধিকা পালাকে। আর আজই প্রকাশ্যে আনা হলো দেবী দুর্গার আরেক রূপ দেবী গন্ধেশ্বরীকে।দেবী দুর্গার এই বিশেষ রূপে দেখা যাচ্ছে গৌরী এলো সিরিয়ালের নায়িকা গৌরী, অভিনেত্রী মোহনা মাইতিকে।
যদিও আগে থেকে সকলেই এক প্রকার নিশ্চিত ছিলেন এবারের মহালয়ায় পর্দার গৌরীকে দেবীর কোন এক বিশেষ রূপে দেখা যাবে। তবে তার দেবীরূপের সেই ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকমহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আসলে সিরিয়ালে মাঝেমধ্যেই কান্নাকাটি করতে দেখা যায় গৌরীকে।
এই কারণে দর্শকমহলে অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করেন। ‘ন্যাকা’ বলে কটাক্ষ করেন। আর এদিন মহালয়ার দেবী গন্ধেশ্বরী রূপের গৌরীকে দেখেও ট্রোল করেছেন অনেকেই। এমনই একজন নেটিজেন কটাক্ষ করে লিখেছেন ‘কান্না করবে তো অ্যাক্টিং এর মাঝে?’