• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নামেই রয়েছে ম্যাজিক! নাম বদলেই তারকা হয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির এই ৭ অভিনেতা 

Published on:

উত্তম কুমার,Uttam Kumar,যীশু সেনগুপ্ত,Jishu Sengupta,জিৎ,Jeet,দেব,Dev,টোটা রায় চৌধুরী,Tota Roy Chowdhury,চিরঞ্জিত চক্রবর্তী,Chiranjit Chakraborty,বনি সেনগুপ্ত,Bony Sengupta

অভিনয় জগতে এমন অনেক অভিনেতাই রয়েছেন যারা সিনেমায় আসার আগেই পরিবর্তন করে নিয়েছেন নিজেদের নাম। বলিউড হোক কিংবা টলিউড নাম পরিবর্তন করে অভিনয় জগতে আসার এই ট্রেন্ডটা কিন্তু একেবারেই নতুন নয়।

নতুন পুরানো নির্বিশেষে সকল প্রজন্মের অভিনেতাদের মধ্যেই লক্ষ্য করা যায় এই ধরনের প্রবণতা। টলিউডেও এমন অনেক অভিনেতা রয়েছেন অভিনয়ে আসার আগে যারা এক নামে পরিচিত হলেও পরবর্তীতে তারা নাম পরিবর্তন করে দর্শকমহলে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। আজ বংট্রেন্ডের পাতায় থাকছে এমনই সাতজন অভিনেতার তালিকা

১.উত্তম কুমার (Uttam Kumar)

উত্তম কুমার,Uttam Kumar,যীশু সেনগুপ্ত,Jishu Sengupta,জিৎ,Jeet,দেব,Dev,টোটা রায় চৌধুরী,Tota Roy Chowdhury,চিরঞ্জিত চক্রবর্তী,Chiranjit Chakraborty,বনি সেনগুপ্ত,Bony Sengupta

টলিউড অভিনেতাদের এই তালিকায় প্রথমেই রয়েছেন মহানায়ক উত্তম কুমার। আজ অভিনেতার জন্মদিন।  মৃত্যুর এত বছর পরেও কোটি কোটি বাঙালির হৃদয়ে জীবিত রয়েছেন এই আইকনিক অভিনেতা। বেঁচে থাকলে আজ আর তার বয়স হত ৯৬ বছর। জানা যায় একটা সময় অভিনয়ে তাঁর নাম ছিল অরুন কুমার চট্টোপাধ্যায়।যদিও সিনেমা জগতে আসার অনেক আগেই নাম বদলে নিয়ে তিনিই হয়ে উঠেছেন  বাঙালির প্রিয় মহানায়ক।

২. যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)

উত্তম কুমার,Uttam Kumar,যীশু সেনগুপ্ত,Jishu Sengupta,জিৎ,Jeet,দেব,Dev,টোটা রায় চৌধুরী,Tota Roy Chowdhury,চিরঞ্জিত চক্রবর্তী,Chiranjit Chakraborty,বনি সেনগুপ্ত,Bony Sengupta

টলিউডের নব্বইয়ের দশকের হ্যান্ডসাম হিরোদের মধ্যে অন্যতমএকজন হলেন যীশু সেনগুপ্ত তবে অনেকেই হয়তো শুনলে অবাক হবেন যীশুর আসল নাম বিশ্বরূপ সেনগুপ্ত। অভিনয়ে আসার আগে এই নামেই পরিচিত ছিলেন তিনি।

৩. জিৎ (Jeet)

উত্তম কুমার,Uttam Kumar,যীশু সেনগুপ্ত,Jishu Sengupta,জিৎ,Jeet,দেব,Dev,টোটা রায় চৌধুরী,Tota Roy Chowdhury,চিরঞ্জিত চক্রবর্তী,Chiranjit Chakraborty,বনি সেনগুপ্ত,Bony Sengupta

টলিউড অভিনেতাদের এই তালিকায় রয়েছেন বাংলার আরো একজন জনপ্রিয় সুপারস্টার। তিনি হলেন ইন্ডাস্ট্রির ‘বস’ জিৎ। আসলে অবাঙালি এই অভিনেতার আসল নাম হল জিতেন্দ্র মদনানি। এই জিতেন্দ্র নামটা ছোট করেই তিনি হয়ে উঠেছেন টলিউডের সুপারস্টার জিৎ।

৪. দেব (Dev)

উত্তম কুমার,Uttam Kumar,যীশু সেনগুপ্ত,Jishu Sengupta,জিৎ,Jeet,দেব,Dev,টোটা রায় চৌধুরী,Tota Roy Chowdhury,চিরঞ্জিত চক্রবর্তী,Chiranjit Chakraborty,বনি সেনগুপ্ত,Bony Sengupta

বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টারদের এই তালিকায় রয়েছে  বাংলার তারকা সংসদ দেব।  এতদিনে অবশ্য অনেকেই জানেন এই অভিনেতার আরো একটি নাম রয়েছে। অভিনয় আসার আগে অভিনেতার নাম ছিল দীপক অধিকারী। তবে অনুরাগীদের কাছে তিনি দেব নামেই বেশি পরিচিত।

৫. টোটা রায় চৌধুরী (Tota Roy Chowdhury)

উত্তম কুমার,Uttam Kumar,যীশু সেনগুপ্ত,Jishu Sengupta,জিৎ,Jeet,দেব,Dev,টোটা রায় চৌধুরী,Tota Roy Chowdhury,চিরঞ্জিত চক্রবর্তী,Chiranjit Chakraborty,বনি সেনগুপ্ত,Bony Sengupta

তালিকায় রয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা টোটা রায় চৌধুরী। তার সাবলীল অভিনয় দক্ষতা বরাবরই মন জয় করে নিয়েছে দর্শকদের। জানা যায় টলিউডের আসার আগে এই অভিনেতার নাম ছিল পুষ্প পরাগ রায়চৌধুরী। পরে তিনি নাম বদলে হয়ে যান টোটা।

৬. চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty)

Chiranjeet Chakraborty

তখনকার দিনে অর্থাৎ নব্বইয়ের দশকের বাংলা ইন্ডাস্ট্রির  অন্যতম  একজন সুপারস্টার হলেন হলেন চিরঞ্জিত চক্রবর্তী। একটা সময় একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছিলেন তিনি। ইন্ডাস্ট্রিতে প্রবেশের আগে নাম বদলে ছিলেন  তিনিও। প্রসঙ্গত কমবেশি অনেকেই হয়তো জানেন দর্শকমহলে চিরঞ্জিত নামে পরিচিত হলেও আসলে এই অভিনেতার নাম দীপক চক্রবর্তী।

৭. বনি সেনগুপ্ত (Bony Sengupta)

উত্তম কুমার,Uttam Kumar,যীশু সেনগুপ্ত,Jishu Sengupta,জিৎ,Jeet,দেব,Dev,টোটা রায় চৌধুরী,Tota Roy Chowdhury,চিরঞ্জিত চক্রবর্তী,Chiranjit Chakraborty,বনি সেনগুপ্ত,Bony Sengupta

এছাড়াও তালিকায় রয়েছেন টলিউডের আরো এক পরিচিত অভিনেতা। তিনি হলেন বনি সেনগুপ্ত।  টলিউড তাকে বনি নামে চিনলেও আদতে তার নাম অনুপ্রিয় সেনগুপ্ত। জানা যায় বাবা অনুপ সেনগুপ্ত এবং মা প্রিয়া  সেনগুপ্তের নামের  সাথে মিলিয়েই নাকি নাম রাখা হয়েছিল তার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥