ইনস্টাগ্রাম এমন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে প্রায় প্রত্যেক তারকার অ্যাকাউন্ট রয়েছে। এই ইনস্টার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে নানান সুন্দর সুন্দর ছবি, ভিডিও ভাগ করে নেন তাঁরা। তবে আপনি কি জানেন, এই এক একটি পোস্টের জন্যেও আকাশছোঁয়া টাকা পান তারকারা? হ্যাঁ, ঠিকই দেখছেন, যে তারকার ফলোয়ার যত বেশি, তাঁর আয়ও তত বেশি। আজকের প্রতিবেদনে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার কোন কোন বলি তারকার (Bollywood celebs) রয়েছে তা জানানো হল।
ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)- তালিকার প্রথম নামটিই হল ক্যাটরিনার। বলিউডের এই নামী অভিনেত্রীর সারা বিশ্বে প্রচুর অনুরাগী রয়েছে। তাঁর হাসি থেকে শুরু করে অভিনয়, সব কিছুতেই মুগ্ধ হয়ে যান তাঁরা। ওনার রূপে মজেছেন বহু অনুরাগী। সেকথা নায়িকার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা দেখলেও অবশ্য বুঝে নেওয়া যায়। এই মুহূর্তে ক্যাটের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা হল ৬৬.৬ মিলিয়ন।
দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)- বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নামও তালিকায় রয়েছে। বলিউডের ইতিহাসের একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করা দীপিকা হলিউডেও কাজ করে ফেলেছেন। তাই স্বাভাবিকভাবেই তাঁর অনুরাগীর সংখ্যাও প্রচুর। বলিউডের ‘মস্তানি’র ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যায় ৬৮.৭ মিলিয়ন।
আলিয়া ভাট (Alia Bhatt)- তালিকায় নাম রয়েছে বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী আলিয়া ভাটেরও। শীঘ্রই হলিউডে পা রাখতে চলেছেন নায়িকা। তাই স্বাভাবিকভাবেই তাঁর ফলোয়ারের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’, ‘রাজি’, ‘ডার্লিংস’ খ্যাত নায়িকার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা হল ৬৯.৮ মিলিয়ন।
শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)- শক্তি কাপুরের কন্যা তথা বলি সুন্দরী শ্রদ্ধা কাপুরের নামও তালিকায় রয়েছে। ‘আশিকী ২’, ‘এক ভিলেন’, ‘স্ত্রী’এর মতো বলিউডের বহু সুপারহিট ছবিতে অভিনয় করা এই নায়িকার ফ্যাশান সেন্সও নেটিজেনদের বেশ পছন্দের। বলিপাড়ার এই জনপ্রিয় নায়িকাকে ৭৪.৩ মিলিয়ন মানুষ ইনস্টাগ্রামে ফলো করেন।
প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)- বলিউডের ‘দেশি গার্ল’ নিজের কাজের সৌজন্যে এখন গ্লোবাল আইকন হয়ে গিয়েছেন। হলিউডের একাধিক প্রোজেক্টেও কাজ করেছেন প্রিয়াঙ্কা।
তাই স্বাভাবিকভাবেই এখন আর শুধুমাত্র ভারতের নয়, সারা দেশের অভিনেত্রীর প্রচুর অনুরাগী রয়েছে। ‘দোস্তানা’, ‘বাজিরাও মস্তানি’, ‘ফ্যাশান’ খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কাকে ইনস্টাগ্রামে ৮১.৮ মিলিয়ন মানুষ ফলো করেন।