দিনে দিনে বিনোদনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠছে বাংলা সিরিয়াল। ইদানিং সিরিয়াল দেখা রোজকারের অভ্যাসে পরিণত হয়েছে দর্শকের। তাই সারা দিনের ব্যস্ততা শেষে পছন্দের সিরিয়াল দেখলে মন ভালো হয়ে যায় সিরিয়ালপ্রেমী দর্শকদেরও। তাই দর্শকদের মনোরঞ্জন করতে সারা সপ্তাহ জুড়েই বিনোদনমূলক চ্যানেলগুলোতে চলতে থাকে একের পর এক ভিন্ন স্বাদের সব সিরিয়াল।
তাই দর্শকদের বিনোদনের খোরাক জোগাতে মাঝেমধ্যেই সিরিয়ালগুলিতে আনা হয়ে থাকে নিত্যনতুন টুইস্ট।যার ফলে অনেক সময় দেখা যায় চরিত্রের প্রয়োজনে নায়ক-নায়িকা থেকে শুরু করে খলনায়কও নানারকম ছদ্মবেশ ধরছেন। প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের সেইসব ছদ্মবেশ দেখে একেবারে চমকে ওঠেন দর্শকরাও। আজ বং ট্রেন্ডের পাতায় থাকছে জি বাংলার এমনই বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের ছদ্মবেশ ধারণ করার কয়েকটি ছবি।
১. বিন্দি (Bindi)
এই তালিকায় ইদানিং সবার প্রথমেই রয়েছেন ‘পিলু’ সিরিয়ালের বিন্দি। ধারাবাহিকে কিছুদিন আগেই মল্লারের (Mollar) প্রথম স্ত্রী সেজে এন্ট্রি নিয়েছে সে। সম্প্রতি ধারাবাহিকে তাকে একজন ভন্ড সন্ন্যাসিনীর বেশ ধারণ করতে দেখা গিয়েছে। তার সেই লুক দেখে দারুন প্রশংসা করছেন দর্শকরা।
২. ওমি আগারওয়াল (Omi Agarwal)
‘মিঠাই’ সিরিয়ালের ওমি আগারওয়াল মানেই বাংলা সিরিয়ালের অন্যতম হ্যান্ডসাম খলনায়ক। কিছুদিন আগেই মোদক পরিবারের সদস্যদের চোখে ধুলো দিতে ভিখারির ছদ্মবেশ নিয়েছিল সে। সেইসময় অভিনেতার অনবদ্য লুক দেখে কার্যত ঘুম উড়ে গিয়েছিল অসংখ্য অনুরাগীদের। প্রসঙ্গত সদ্য এই সিরিয়ালে মৃত্যু হয়েছে ওমি আগারওয়ালের। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেতা জন ভট্টাচার্য।
৩. মিঠাই (Mithai)
ছদ্মবেশী অভিনেতা অভিনেত্রীদের এই তালিকায় শুধু খলনায়করাই নয় রয়েছেন সিরিয়ালের নায়ক নায়িকারাও। এই তালিকায় প্রথমেই রয়েছেন ‘মিঠাই’ সিরিয়ালের নায়িকা মিঠাই রানীও।রুদ্রর সাথে নিপার বিয়ের আগে তাদের মধ্যে সেটিং করাতে একবার ডক্টর জুলিয়েট সাজতে দেখা গিয়েছিল তাকে।
৪. সিদ্ধার্থ (Sidhartha)
পিছিয়ে নেই মিঠাইরানীর বর স্বয়ং উচ্ছে বাবুও। সেবার মিঠাই রানীকে সাহায্য করতে তিনিও মনোবিদ ডক্টর রোমিও সেজেছিলেন।
৫. লক্ষী কাকিমা সুপারস্টার (Lokhi Kakima Superstar)
এই তালিকায় রয়েছেন ‘লক্ষী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালে নায়িকা লক্ষ্মী কাকিমা। সিরিয়ালে একবার চরিত্রের খাতিরে স্যুট বুট পরে মাথায় পাগড়ি বেঁধে গালে চাপদাড়ি লাগিয়ে পাঞ্জাবি সর্দারজি সেজেছিলেন তিনি।
৬.উর্মি (Urmi)
এছাড়াও এই তালিকায় রয়েছেন ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালে উর্মি অভিনেত্রী অন্বেষা হাজরা। টাকা নিয়ে অভিনয়ের সুযোগ করে দেওয়ার চক্র ধরতে একবার উর্মিও স্যুট বুট পরে দাঁড়ি গোঁফ লাগিয়ে পাঞ্জাবি সেজেছিলেন ।
৭. অপরাজিতা অপু (Aparajita Apu)
সিরিয়ালে ছদ্মবেশী সাজার এই তালিকায় রয়েছেন জি বাংলায় পর্দায় শেষ হয়ে যাওয়া সিরিয়াল ‘অপরাজিতা অপু’ সিরিয়ালের অপরাজিতা নায়িকা সুস্মিতা দে। ধারাবাহিকে ডক্টর গোমসের সাজে তার ছদ্মবেশ ছিল মনে রাখার মতো।