আবারও একবার ফিরে এলেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। স্মৃতি হয়েই সকলের কাছে ধরা দিলেন অভিনেতা। আবারও একবার সুশান্ত ভক্তদের মন হয়ে উঠল ভারাক্রান্ত। প্রাক্তন প্রেমিকের স্মৃতিতে ভেসে কেঁদে ফেললেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande)। আবেগ ধরে রাখতে পারলেন না সুশান্তের প্রাক্তন প্রেমিকা!
অবশ্য শুধু অঙ্কিতাই নয়, চোখের জলে ভারী হয়ে উঠলেন সুশান্ত সিং রাজপুতের প্রথম ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’র সহ অভিনেতা ঊষা নন্দকর্ণীও। কোথায় ঘটল এমন আবেগঘন মুহূর্ত? সম্প্রতি জনপ্রিয় নাচের অনুষ্ঠান ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ (Dance India Dance) রিয়ালিটি শোয়ের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অঙ্কিতা লোখাণ্ডে। সেখানেই ঘটেছে এই ঘটনা।
এদিন সাথেই ছিলেন উষা নান্দীকরনি। বিশেষ এই পর্বের থিম ছিল সম্পর্ক। সেই পর্বেই ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর এক প্রতিযোগী সুশান্ত সিং রাজপুতের স্মরণে দুর্দান্ত ও আবেগজড়িত একটি উপস্থাপনা করেন। সাথে পারফরম্যান্স চলাকালীন মঞ্চের বড় স্ক্রিনে ফুটে ওঠে সুশান্তের একাধিক ছবি। যেখানে বার বার ফুটে উঠেছে সুশান্তের হাসি মাখা মুখ!
এই দেখেই কান্নায় ভেঙে পড়েন অঙ্কিতা। অঝোরে কেঁদে ভাসান ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ এর শুটিং ফ্লোরেই। কাঁদতে কাঁদতে তাঁকে বলতে শোনা যায়, “বড় কাছের বন্ধু ছিল সুশান্ত। ওই ছিল আমার সব কিছু। আশা করি ও যেখানে আছে আনন্দে আছে”। এই বলেই চোখের জল মুছেছেন অভিনেত্রী।
View this post on Instagram
প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের নিজেরই বিলাসবহুল আবাসন থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে উঠে আসে আত্মহত্যার তথ্য। এই ঘটনায় বেশ ভেঙে পড়েছিলেন অঙ্কিতা। সেই সময় অনেকেই সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করেন তাঁর বান্ধবী রিয়াকে। সুশান্তের মৃত্যুর পরে তাঁর পরিবারের পাশে ছিলেন অঙ্কিতাকেই।
সুশান্তের পরিবারের লোকেরাও সবসময় অঙ্কিতার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। সেই সময় অঙ্কিতার সঙ্গে সুশান্তের পরিবারের ঘনিষ্ঠতা নিয়েও বিস্তর প্রশ্ন ওঠে। নেটিজেনদের একাংশ বলেন সুশান্ত কাণ্ডে নাম কেনার জন্যই নাকি এমন পরিকল্পনা করেছেন অভিনেত্রী। অন্যদিক অঙ্কিতা তখন ভিকি জৈনের সঙ্গে সম্পর্কে ছিলেন। যিনি তাঁর বর্তমান স্বামী। এছাড়াও ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ রিয়ালিটি শোয়ে অঙ্কিতার কান্না নিয়েও অনেকেই সমালোচনার ঝড় তুলেছেন।