• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুর্দান্ত অভিনয়ে মন কেড়েছিল দর্শকদের! পর্দা থেকে হারিয়ে গিয়ে, বর্তমানে এভাবে আছেন নায়িকারা

দর্শকদের বিনোদনের জন্য প্রতিদিন একাধিক সিরিয়াল (Bengali Serial) সম্প্রসারিত হয় টেলিভিশনের পর্দায়। যার মধ্যে কিছু অত্যাধিক জনপ্রিয়তা পায় তো কিছু আবার অল্প কিছুদিনেই শেষ হয়ে যায়। বিগত কয়েক দশকে বহু সিরিয়াল এসেছে ও গেছে। তবে কিছু বাংলা সিরিয়াল বা বলা ভালো সিরিয়ালের নায়ক নায়িকারা আলাদাই জায়গা দখল করেছেন দর্শকদের মনে। আজ এমনই কয়েকটি সিরিয়ালের তারকাদের সম্পর্কে বলব।

একসময় সিরিয়ালের দৌলতে প্রতিটা ঘরে ঘরেই জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রীরা। তবে তারপর থেকে আর পর্দায় দেখা যায় না তাদের। তবে কি অভিনয় থেকে দূরে সরে গিয়েছেন তারা? কিন্তু কেন? চলুন দেখে নেওয়া যাক একদা বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীরা আজ কোথায় ও কি করছেন।

   

Ranieeta Dash

১. রণিতা দাস (Ranieeta Dash) : ষ্টার জলসার একসময়ের ব্যাপক জনপ্রিয় সিরিয়াল ছিল ইস্টি কুটুম। সিরিয়ালের বাহামণি চরিত্রে অভিনয় করেছিলেন রণিতা দাস। নিজের দুর্দান্ত অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী। এরপরেও ‘ধন্যি মেয়ে’ সিরিয়ালে অভিনয়  করতে দেখা গিয়েছিল তাকে। আর শেষবার দেখা গিয়েছিলে কালার্স বাংলার ‘সোহাগী সিঁদুর’ সিরিয়ালে।

এরপর বেশ কিছু সিরিয়ালের পার্শ্ব চরিত্রেও কাজ করেন। কিন্তু তারপর একপ্রকার ইন্ডাস্ট্রি থেকে দূরত্ব বাড়িয়ে ফেলেন অভিনেত্রী। ছোটপর্দা থেকে বেরিয়ে বড়পর্দায় আত্মপ্রকাশের চেষ্টায় রয়েছেন তিনি। তবে আজও বাহামণি চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয় দর্শকদের কাছে।

Joyita Sen Mouchak actress

২. জয়িতা সেন (Joyita Sen) : ২০১৩ সালে মৌচাক সিরিয়ালের মধ্যে দিয়ে প্রথম টেলিভিশন জগতে পা রাখেন অভিনেত্রী জয়িতা সেন। প্রথম সিরিয়ালের নজর কেড়েছিলেন দর্শকদের। কিন্তু অভিনয়ের প্রতি সেভাবে টান ছিল না তার, তাই অভিনয় ছেড়ে চাকরি শুরু করেন। ২০১৭ সালে বিয়েও করেন অভিনেত্রী, তাই তিনি যে আর পর্দায় ফিরবেন সেটা বলা বেশ মুশকিল।

৩. সুকন্যা মালাকার (Sukanya Malakar) : ষ্টার জলসার জনপ্রিয় সিরিয়ালের মধ্যে একটি ‘মেঘের পালক’. এই সিরিয়ালে অভিনয় করেছিলেন অভিনেত্রী সুকন্যা মালাকার। এটাই ছিল অভিনেত্রীর প্রথম সিরিয়াল, আর তাতেই বাজিমাত করেছিলেন তিনি। কিন্তু এরপর আর সেভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি তাকে। মাঝে হিন্দি থেকে পাঞ্জাবি কিছু সিরিয়ালে কাজ করেছেন।

Isha Saha

৪. ঈশা সাহা (Isha Saha) : টেলিভিশন দুনিয়ার বেশ জনপ্রিয় অভিনেত্রী ঈশা সাহা। প্রথম সিরিয়াল ‘ঝাঁঝ লবঙ্গ ফুল’ এর দৌলতেই ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন তিনি। এরপর সিরিয়ালের দুনিয়া ছেড়ে সিনেমা থেকে ওয়েব সিরিজেও কাজ করেছেন। ‘প্রজাপতি বিস্কুট’, ‘সোয়েটার’, ’গুপ্তধনের সন্ধানে’ এর মত ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয় নজর কেড়েছে দর্শকদের।

site