• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খারাপ সময় শেষ! সহ অভিনেত্রীদের সাথে অতীতের কলঙ্ক মুছে ‘বিক্রম বেতাল’-এ কামব্যাক করে অকপট জয়

Published on:

বিক্রম বেতাল,Bikram Betal,জয় মুখোপাধ্যায়,Joy Mukherjee,শুভাশিস মুখোপাধ্যায়,Subhasish Mukherjee,কামব্যাক,Comeback

খুব তাড়াতাড়ি স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘বিক্রম বেতাল’ (Bikram Betal)। তবে এই ধারাবাহিকের গল্প কিন্তু আট থেকে আশি কমবেশি সকলেরই জানা। কারণ ছোটবেলায় মা-ঠাকুমাদের মুখে মুখে শোনা বিক্রম বেতালের রূপকথার কাহিনী নিয়েই তৈরি হয়েছে এই সিরিয়াল। খুব তাড়াতাড়ি অর্থাৎ চলতি মাসের ৫ তারিখ থেকে টিভি পর্দার শুরু হতে চলেছে ছোটদের অত্যন্ত পছন্দের এই ধারাবাহিক।

প্রসঙ্গত এখন বেশিরভাগ সিরিয়ালেই থাকে সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়া অর্থাৎ বেশিরভাগ সিরিয়ালই তৈরি হয় বড়দের কথা ভেবে। সেদিক দিয়ে দেখতে গেলে এখনকার দিনে বাচ্চাদের কথা ভেবে তৈরি সিরিয়ালের সংখ্যা প্রায় নেই বললেই চলে। তাই এই সিরিয়ালের হাত ধরেই টিভির পর্দায় ছোটদের কথা ভেবে শুরু হতে চলেছে বিক্রম বেতালির কাহিনী।

বিক্রম বেতাল,Bikram Betal,জয় মুখোপাধ্যায়,Joy Mukherjee,শুভাশিস মুখোপাধ্যায়,Subhasish Mukherjee,কামব্যাক,Comeback

আগামী ৫ সেপ্টেম্বর বিকেল পাঁচটা থেকে ‘খেলাঘর’ সিরিয়ালের পরিবর্তে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিয়ালের প্রথম প্রমো। সেখানে দেখা গিয়েছে পরাক্রমশালী রাজা বিক্রমাদিত্যের চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা জয় মুখোপাধ্যায় (Joy Mukherjee)-কে।  তার সাথেই অলৌকিক ক্ষমতা সম্পন্ন বেতালের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় (Subhasish Mukherjee) -কে।

প্রসঙ্গত বহুদিন পর বলতে গেলে কয়েক বছর পর এই সিরিয়ালের হাত ধরে ফের একবার টেলিভিশনের পর্দায় কামব্যাক (Comeback) করছেন জয়।  একসময় তার বিরুদ্ধে সহ অভিনেত্রীদের সাথে খারাপ ব্যবহার করার অভিযোগ উঠেছিল। যার ফলে সেই সময় তাকে নিয়ে শুরু হয়েছিল ব্যাপক বিতর্ক। যার প্রভাব গিয়ে পড়ে অভিনেতার ইমেজের ওপর।

বিক্রম বেতাল,Bikram Betal,জয় মুখোপাধ্যায়,Joy Mukherjee,শুভাশিস মুখোপাধ্যায়,Subhasish Mukherjee,কামব্যাক,Comeback

তারপর এত দিনের বিরতি কাটিয়ে অবশেষে ছোট পর্দায় বিক্রমাদিত্য হয়ে ফিরছেন এই অভিনেতা।  এ প্রসঙ্গে সম্প্রীতি আনন্দবাজার অনলাইনে জয় জানিয়েছেন তিনি নিজেও এই কাজ নিয়ে ভীষণ উত্তেজিত। অভিনেতার দাবি কোনরকম বিতর্ক তার ক্যারিয়ারে কোন প্রভাব ফেলেনি। অভিনেতার কথায় ‘আমি যে নির্দোষ তা আদালতে প্রমাণ হয়ে গিয়েছে। প্রযোজকরা আমার পাশে ছিলেন। দর্শক

জয়ের কথায় সেই কঠিন সময়েও তিনি প্রযোজকদের পাশে পেয়েছিলেন। তাই এতদিন বিরতি নেওয়ার কারণ হিসাবে তিনি জানিয়েছেন তিনি একঘেয়েমি কাটাতে সবসময় দর্শকদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছেন তাই এই বিরতি নিয়েছিলেন। অন্যদিকে বেতাল চরিত্রের অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় আনন্দবাজারকে জানিয়েছেন ভালো কাজ তাকে সবসময় টানে। আর নাটক তার প্রথম ভালবাসা। আর কাজটা যেহেতু ছোটদের জন্য তাই তিনি আর দ্বিতীয়বার ভাবেননি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥