• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই বলিউডের দিন শেষ! ৬ বিগ বাজেট ছবিকে টেক্কা দিতে একই একশো ১৮০০ কোটির ‘অবতার ২’

চলতি সেপ্টেম্বর মাস সিনেমাপ্রেমী মানুষদের জন্য একেবারে দারুণ হতে চলেছে। এই মাসেই মুক্তি পেতে চলেছে একাধিক বিগ বাজেট ভারতীয় সিনেমা (Big Budget movies)। সেই তালিকায় রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’ থেকে শুরু করে ‘বিক্রম বেধা’র মতো সিনেমার নাম।

তবে শুধুমাত্র বলিউডের বিগ বাজেট সিনেমাই নয়। শোনা যাচ্ছে, চলতি মাসেই ফের বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ১৮০০ কোটির ব্লকবাস্টার হলিউড সিনেমা ‘অবতার’ (Avatar)। নির্মাতারা ফের প্রায় ২১ হাজার কোটি টাকার ব্যবসা করা এই ছবিটি বড় পর্দায় রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবির সিক্যুয়েল। ১৮০০ কোটির অবতারের সঙ্গেই বলিউডের আর কোন সুপারহিট ছবি মুক্তি পেতে চলেছে তা আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হল।

   

Avatar movie

কাটপুতলি (Cuttputlli)- চলতি বছর অক্ষয় কুমারের পরপর তিনটি ছবি ফ্লপ হয়েছে। এবার বছরের চতুর্থ ছবি নিয়ে আসছেন বলি সুপারস্টার। ‘কাটপুতলি’ অবশ্য প্রেক্ষাগৃহে নয় বরং ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। ১০০ কোটির বাজেটে নির্মিত হয়েছে ‘খিলাড়ি’ অভিনীত এই সিনেমা।

CuttPuttli movie

ব্রহ্মাস্ত্র (Brahmastra)- চলতি মাসের ৯ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। ছবিটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। করণ জোহর প্রযোজিত এই সিনেমা ৩০০ কোটির এক বিশাল বাজেটে তৈরি করা হয়েছে।

Brahmastra

চুপ (Chup)- ফের বড়পর্দায় ফিরতে চলেছে সানি দেওলের ম্যাজিক। আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে সানি, পূজা ভাট, দুলকির সলমন, শ্রেয়া ধনওয়ান্থরি অভিনীত ‘চুপ’। শোনা যাচ্ছে, প্রায় ৪০ থেকে ৫০ কোটির বাজেটে তৈরি হয়েছে এই সিনেমা।

Chup movie

বাবলি বাউন্সার (Babli Bouncer)- তামান্না ভাটিয়া অভিনীত এই সিনেমা মুক্তি পেতে চলেছে আগামী ২৩ সেপ্টেম্বর। পরিচালনা করেছেন মধুর ভান্ডারকর। প্রায় ৭০ কোটির বাজেটে নির্মিত হয়েছে এই সিনেমা।

Babli bouncer

পোন্নিয়িন সেলভান ১ (Ponniyin Selvan: I)- আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ঐশ্বর্য রাই বচ্চন, চিয়া বিক্রম অভিনীত ‘পোন্নিয়িন সেলভান ১’। মনি রত্নমের স্বপ্নের প্রোজেক্ট এটি। ছবিতে বেশিরভাগ চরিত্রেই দক্ষিণী অভিনেতা-অভিনেত্রীদেরই দেখা যাবে। ৫০০ কোটির এক বিশাল বাজেটে নির্মিত হয়েছে এই সিনেমা।

Ponniyin Selvan Release Date

বিক্রম বেধা (Vikram Vedha)- চলতি মাসের ৩০ তারিখ বড়পর্দায় মুক্তি পাবে ঋত্বিক রোশন, সইফ আলি খান অভিনীত সিনেমা ‘বিক্রম বেধা’। ছবির ট্রেলার দেখে দর্শকদের বেশ পছন্দ হয়েছে।

Vikram Vedha

একই নামের সাউথের সুপারহিট ছবির হিন্দি রিমেক এটি। প্রায় ১৭০ কোটির এক বিশাল বাজেটে তৈরি হয়েছে ঋত্বিক-সইফ অভিনীত এই ছবি।

site