সম্প্রতিকালে বলিউডের (Bollywood) অবস্থা একপ্রকার শোচনীয় বলা যেতে পারে! একেরপর এক বিগ বাজেট ছবি ফ্লপ হয়েছে, সিনেমা হলের থেকে মুখ ফিরিয়েছেন দর্শকেরা। যেমন আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সুপার ফ্লপ হয়েছে একপ্রকার। মিস্টার পারফেকশনিস্টের এত চেষ্টা সত্ত্বেও এভাবে ছবি ব্যর্থ হবে সেটা অনেকেরই কল্পনার অতীত! এমনই দুঃসময়ে এবার চিন্তায় পড়েছেন খোদ বাদশাও! হ্যাঁ ছবি থেকে নিজেকে সরিয়ে নিলেন শাহরুখ খান (Shahrukh Khan)।
শাহরুখ খান অভিনীত ‘ডন’ এর দুটি পর্ব ১ ও ২ দুটিই ব্লকবাস্টার হিট। এমনকি বহুদিন ধরেই কানা ঘুষো শোনা যাচ্ছিল যে পরবর্তী সিক্যুয়েল অর্থাৎ ‘ডন ৩’ (Don 3) এর কাজও শীঘ্রই শুরু হবে। আর এবারেও শাহরুখ খানকেই দেখা যাবে ডনের ভূমিকায়। অবশ্য একাধিক জল্পনা রটেছিল, কারণ মাঝে রটে ছিল শাহরুখের পাশাপাশি অমিতাভ বচ্চনকেও দেখা যেতে পারে ছবিতে।
কিন্তু এবার সমস্ত জল্পনায় জল ঢেলে গেল। কারণ জানা যাচ্ছে ‘ডন ৩’ ছবির জন্য শাহরুখের কাছে প্রস্তাব এসেছিল ঠিকই, তবে সেটা ফিরিয়ে দিয়েছেন তিনি। ঘনিষ্ঠ সূত্র মতে জানা গিয়েছে এই তথ্য। কিন্তু যার দুটো সিক্যুয়েল পর পর সুপারহিট, এতো চাহিদা রয়েছে তিনি হটাৎ কেন ফিরিয়ে দিলেন ছবি? তবে কি চিত্রনাট্য ভালো নয়? জানা যাচ্ছে, চিত্রনাট্যের জন্য প্রস্তাব ফেরাননি অভিনেতা।
তাহলে কি কারণ? এর উত্তরে শাহরুখ জানিয়েছেন, ডন একটা ব্যাপক জনপ্রিয় চরিত্র। তাই ছবির চিত্রনাট্য একেবারে নিখুঁত হওয়া প্রয়োজন। না হলে ছবিতে অভিনয় করবেন না তিনি। তাছাড়া বর্তমানে বক্স অফিসের যা হাল তাতে ছবির ভবিষ্যৎ নিয়েও কিছুটা দুঃশ্চিন্তা থেকেই যাচ্ছে।
অর্থাৎ বোঝাই যাচ্ছে বয়কট সিজেন নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন শাহরুখ খান নিজেও। তাই পরবর্তী ছবি নিয়ে কোনো রিস্ক নিতে রাজি নন তিনি। তবে ভালো খবর এই যে, চিত্রনাট্য নিখুঁত করার জন্য নাকি কাজ শুরু করেছেন ফারহান আখতার। কাজ শেষ হলে আবারও প্রস্তাব দেওয়া হবে শাহরুখকে। এখন অপেক্ষা পরবর্তীকালে শাহরুখকে ‘ডন ৩’তে দেখা যাবে কি না সেটা দেখার।
প্রসঙ্গত, শাহরুখ খানের হাতে বর্তমানে একাধিক সিনেমা রয়েছে। সর্বপ্রথম পাঠান ছবিটি রিলিজের অপেক্ষার রয়েছে। ২০২৩ সালের ২৫ শে জানুয়ারি রিলিজ হতে চলেছে ছবিটি। এরপরেই রয়েছে ‘জওয়ান; ছবিটি, যেটা জুন রিলিজ হওয়ার কথা থাকলেও ফাইনাল ডেট এখনও ঠিক হয়নি। এছাড়াও রাজ কুমার হিরানির সাথে ‘ডানকি’ ছবিতেও দেখা যাবে শাহরুখ খানকে।