সময়ের নিয়মে আজ যা শুরু হয়েছে কাল তা শেষ হবেই। বিনোদন জগতেও তাই, সিরিয়ালের আনাগোনা লেগেই থাকে। তবে এমন কিছু সিরিয়াল থাকে যা শেষ হওয়ার পরেও তার চাপ থেকে যায় দর্শকদের মনে। সিরিয়ালপ্রেমী দর্শকদের পছন্দের তালিকায় থাকা এমনই একটি সিরিয়াল ছিল ‘মনফাগুন’ (Monphagun)। মাত্র কদিন আগেই টিভির পর্দায় শেষবারের মতো সম্প্রচারিত হয়েছে সিরিয়াল ঋষিরাজ আর তার প্রিয়দর্শিশিনীর মন পাগল করা ভালোবাসার গল্প।
তারপর থেকেই ভীষণ মন খারাপ ঋষি-পিহু ভক্তদের। ধারাবাহিকে ঋষির চরিত্রে বাংলার হার্টথ্রব হিরো শন ব্যানার্জি (Sean Banerjee) এবং প্রিয়দর্শিনীর চরিত্রে মিষ্টি নায়িকা সৃজলা গুহ (Srijla Guha)-র অভিনয় শুরু থেকেই মন জয় করে নিয়েছে দর্শকদের। পিহুর (Pihu) চরিত্রে ‘মেক্সিকান সুন্দরী’ সৃজলার অভিনয় দাগ কেটে গিয়েছে দর্শকদের মনে।
১ বছরের বেশি সময় ধরে চলতে থাকা অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের এই সিরিয়াল দেখা দর্শকদের একপ্রকার রোজকারের অভ্যাসে পরিণত হয়েছিল। তবে টেলিপাড়ার গুঞ্জন কম টিআরপি আর একের পর এক আসতে থাকা নিত্যনতুন সিরিয়ালকে জায়গা দিতেই অসময়ে শেষ করা দেওয়া হয়েছে এই সিরিয়াল। প্রসঙ্গত মনফাগুন ছিল সৃজলার প্রথম সিরিয়াল।
View this post on Instagram