• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলার নোরা ফাতেহি! পিহুর সাদামাটা খোলস ছেড়ে বোল্ড লুকে উষ্ণতা ছড়াচ্ছেন সৃজলা

Published on:

মনফাগুন,Monphagun,Pihu,পিহু,Srijla Guha,সৃজলা গুহ,Bold Photoshoot,বোল্ড ফটোশ্যুট,ভিডিও,Video

সময়ের নিয়মে আজ যা শুরু হয়েছে কাল তা শেষ হবেই। বিনোদন জগতেও তাই, সিরিয়ালের আনাগোনা লেগেই থাকে। তবে এমন কিছু সিরিয়াল থাকে যা শেষ হওয়ার পরেও তার চাপ থেকে যায় দর্শকদের মনে। সিরিয়ালপ্রেমী দর্শকদের পছন্দের তালিকায় থাকা এমনই একটি সিরিয়াল ছিল ‘মনফাগুন’ (Monphagun)। মাত্র কদিন আগেই টিভির পর্দায় শেষবারের মতো সম্প্রচারিত হয়েছে সিরিয়াল ঋষিরাজ আর তার প্রিয়দর্শিশিনীর মন পাগল করা ভালোবাসার গল্প।

তারপর থেকেই ভীষণ মন খারাপ ঋষি-পিহু ভক্তদের। ধারাবাহিকে ঋষির চরিত্রে বাংলার হার্টথ্রব হিরো শন ব্যানার্জি (Sean Banerjee) এবং প্রিয়দর্শিনীর চরিত্রে মিষ্টি নায়িকা সৃজলা গুহ (Srijla Guha)-র অভিনয় শুরু থেকেই মন জয় করে নিয়েছে দর্শকদের। পিহুর (Pihu) চরিত্রে ‘মেক্সিকান সুন্দরী’ সৃজলার অভিনয় দাগ কেটে গিয়েছে দর্শকদের মনে।

মনফাগুন,Monphagun,Pihu,পিহু,Srijla Guha,সৃজলা গুহ,Bold Photoshoot,বোল্ড ফটোশ্যুট,ভিডিও,Video

১ বছরের বেশি সময় ধরে চলতে থাকা অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের এই সিরিয়াল দেখা দর্শকদের একপ্রকার রোজকারের অভ্যাসে পরিণত হয়েছিল। তবে টেলিপাড়ার গুঞ্জন কম টিআরপি আর একের পর এক আসতে থাকা নিত্যনতুন সিরিয়ালকে জায়গা দিতেই অসময়ে শেষ করা দেওয়া হয়েছে এই সিরিয়াল। প্রসঙ্গত মনফাগুন ছিল সৃজলার প্রথম সিরিয়াল।

মনফাগুন,Monphagun,Pihu,পিহু,Srijla Guha,সৃজলা গুহ,Bold Photoshoot,বোল্ড ফটোশ্যুট,ভিডিও,Video

আর প্রথম সিরিয়ালের হাত ধরেই অভিনেত্রী পৌঁছে গিয়েছেন বাংলার দর্শকদের ঘরে ঘরে। সিরিয়ালের কাজ শেষে এখন হাতে কোন কাজ নেই অভিনেত্রীর। এমনিতে সোশ্যাল মিডিয়ায় বরাবরই নিয়মিত একটিভ থাকেন সৃজলা। আর এখন সিরিয়াল শেষের পর থেকেই সারাক্ষণ শাড়ি সালোয়ার পরে থাকা পিহুর খোলস ছেড়ে বেরোনোর কাজে নেমে পড়েছেন অভিনেত্রী।

ইদানিং ইনস্টাগ্রাম খুললেই কখনও ওয়ান পিস শর্ট ড্রেস তো কখনও ফাটা জিন্স আবার কখনও হট প্যান্টে ধরা দিচ্ছেন সৃজলা। আজ তেমনি ইনস্টাগ্রামে ব্যাপক ভাইরাল হয়েছে সৃজলার একটি ফটোশুটের ভিডিও। সেখানে হটপ্যান্ট আর ক্লিভেজ দেখানো টপ পরে দুর্দান্ত সব এক্সপ্রেশন দিয়ে একের পর এক পোজ দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
মনফাগুন,Monphagun,Pihu,পিহু,Srijla Guha,সৃজলা গুহ,Bold Photoshoot,বোল্ড ফটোশ্যুট,ভিডিও,Video
সৃজলার এই বোল্ড ফটোশুটের (Photoshoot)  ভিডিও (Video)সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।কমেন্ট সেকশনে উপচে পড়েছে অনুরাগীদের প্রশংসা। একজন আবার রসিকতা করে লিখেছেন ‘এমনিতেই কলকাতায় এত গরম, আর আপনার এসব ছবি দেখে গরম যেন আরো বেড়ে গেল’। এছাড়াও একজন সুন্দরী অভিনেত্রী কে দেখে তার প্রশংসা করে লিখেছেন ‘বাংলার নোরা ফাতেহি’।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥