• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়াল নাকি বুলেট ট্রেন! শুরু হতেই নবাব-নন্দিনীর বিয়ের প্রমো দেখে শুরু হল ট্রোলিং

Published on:

নবাব নন্দিনী,Nabab Nandini,নতুন প্রমো,New Promo,বিয়ের প্রমো,Marriage Promo

স্টার জলসার পর্দা একের পর এক শুরু হয়েছে নতুন সিরিয়াল। যার ফলে অবশ্য অসময়ে বন্ধ হয়ে গিয়েছে বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালও। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে এমনই একটি সিরিয়াল ‘নবাব নন্দিনী’ (Nabab Nandini)। এই ধারাবাহিকের হাত ধরে ফেরে একবার কামব্যাক করেছেন বরণ সিরিয়ালের তিথি অভিনেত্রী ইন্দ্রানী পাল (Indrani Paul) এবং সাঁঝের বাতি সিরিয়ালের আর্য অভিনেতা রিজওয়ান রাব্বানী শেখ (Rizwan Rabbani Sheikh)।

তাই এই ধারাবাহিকের হাত ধরেই সিরিয়ালপ্রেমী দর্শকরা পেয়ে গিয়েছেন আরও একটি নতুন জুটি। এখনও একমাসও হয়নি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে এই সিরিয়াল। এরই মধ্যে দর্শকদের অত্যন্ত পছন্দের জুটি হয়ে উঠেছে নবাব নন্দিনী। ধারাবাহিকে নবাবের বড় বৌদি কমলিকার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অনন্যা বিশ্বাস (Ananya Biswas)।

নবাব নন্দিনী,Nabab Nandini,নতুন প্রমো,New Promo,বিয়ের প্রমো,Marriage Promo

ধারাবাহিকে তারই অ্যাসিস্ট্যান্ট হয়ে নবাবের বাড়ি গীতবিতানে এসেছে নন্দিনী। সিরিয়ালের সদ্য সে নিজের বাবাকে হারিয়েছে। অন্যদিকে প্রথম দিন থেকেই নানা কারণে তাকে ভুল বুঝে আসছে নাবাব। বিশেষ করে সে তার বড় বৌদির অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করতে আসা নন্দিনী কে দেখে ভাবছে সেও বোধহয় তার বড় বৌদির মতই একটা মানুষ।

সেও বোধহয় তার বড় বৌদির মত একজন মানুষ স্বার্থপর মানুষ এইসব নানা কারণে মাঝে মাঝে তাদের মধ্যে ঠোকাঠুকি লেগেই রয়েছে। এরই মধ্যে এসে গিয়েছে সিরিয়ালের ধামাকাদাড় নতুন প্রমো (New Promo)। সোশ্যাল মিডিয়ার পাতায় চ্যানেল  কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে  আনা হয়েছে সেই প্রোমো। যা  দেখে চক্ষু চড়কাগাছ হয়ে গিয়েছে দর্শকদের।

ইদানিং সব সিরিয়ালের বিয়ে মানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্যতিক্রম নয় নবাব নন্দিনীও। তবে সিরিয়ালের বয়স এক মাস হওয়ার আগেই আজই প্রকাশ্যে এসেছে নবাব নন্দিনীর বিয়ের প্রমো (Marriage Promo)। প্রসঙ্গত সিরিয়ালে নায়ক নায়িকার বিয়ে হবে এটাই স্বাভাবিক। তবে সিরিয়াল শুরু হওয়ার পর এতো কম দিনেই যে তাদের বিয়ে দেখানো হবে তা ঘুনাক্ষরেও টের পাননি দর্শক।

নবাব নন্দিনী,Nabab Nandini,নতুন প্রমো,New Promo,বিয়ের প্রমো,Marriage Promo

তারপর ওপর সাধ্য প্রকাশ্যে আসা প্রোমোতে একটা সাসপেন্স বজায় রেখেছেন নির্মাতারা। যার ফলে কিভাবে কোন পরিস্থিতিতে তাদের বিয়ে হল তা জানার জন্য একেবারে মুখিয়ে রয়েছেন দর্শকরাও। প্রকাশ্যে আসা এই নতুন ট্যাগ লাইন দেওয়া হয়েছে ‘গৃহলক্ষীর গৃহপ্রবেশ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥