বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা হলেন সৌরভ চট্টোপাধ্যায় (Sourav Chatterjee)। বহুদিন ধরেই বাংলা বিনোদন জগতের সাথে যুক্ত রয়েছেন এই অভিনেতা। তাই বহুদিন ধরেই দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন তিনি। টিভির পর্দায় তার সাবলীল অভিনয় ভীষণ পছন্দ করেন দর্শকরাও। এই মুহূর্তে সৌরভ অভিনয় করছেন বাংলার সেরা সিরিয়াল ‘মিঠাই’ (Mithai) তে।
এই ধারাবাহিকে তাকে লাভ গুরু (Love Guru) রাজিব কুমার (Rajib Kumar) বলা হয়ে থাকে। আসলে সিরিয়ালের নায়িকা মিঠাইয়ের বড় জামাইবাবু অর্থাৎ নন্দার বর রাজিবের চরিত্রে অভিনয় করছেন তিনি। বাস্তব জীবনের মত সিরিয়ালেও বেশ মজার মানুষ তিনি। সারাক্ষণ হাসিঠাট্টা, হৈহুল্লোড় ও রসিকতাই করতে দেখা যায় তাকে।
সময় সুযোগ পেলে মাঝেমধ্যেই লাভ গুরু হয়ে ভালোবাসা নিয়ে সবাইকে নানা রকম পরামর্শ দিয়ে থাকেন রাজিব কুমার। আজই মিঠাইয়ের এই বড় জামাইবাবু আসতে চলেছেন ‘দিদি নাম্বার ওয়ান'(Didi no 1) এর মঞ্চে সঙ্গে থাকবেন তার মা কনিকা চট্টোপাধ্যায়। আজ জি বাংলার তরফে তাদের সোশ্যাল মিডিয়া পেজে দিদি নাম্বার ওয়ান এর একটি ভিডিও আপলোড করা হয়েছে।
প্রথমেই সেখানে বলা হচ্ছে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে মিঠাই সিরিয়াল থেকে থাকবেন লাভ গুরু রাজীব কুমার। এর পরেই দেখা যাচ্ছে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগে সুরে অভিনেতার মা জানান তিনি বলে বলে ফেল হয়ে গেছেন ছেলে কিছুতেই বিয়ে করছে না। তাই এবার যদি তিনি বলে কিছু করতে পারেন।
তখন রসিকতা করে রচনা বলে ওঠেন ‘লাভ গুরু হয়েও লাভ নেই জীবনে’। তখন পাশ থেকে হাসতে হাসতে অভিনেতার মা বলে ওঠেন এবার কুমোটুলি থেকে আনতে হবে। এ কথা শুনেই দমফাটা হাসিতে ফেটে পড়েন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। হাসি চেপে রাখতে পারেননি অভিনেতা সৌরভ নিজেও