জি বাংলার পর্দায় চলতে থাকা অন্যতম জনপ্রিয় দুটি ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai) এবং ‘লক্ষী কাকীমা সুপারস্টার’ (Lokhi Kakima Superstar)। সারা সপ্তাহ জুড়ে চলতে থাকা দর্শকদের পছন্দের সিরিয়ালের তালিকায় সবার প্রথমেই থাকে এই দুটি সিরিয়ালের নাম। প্রসঙ্গত এই কারণে দর্শকমহলে এইদুটি সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার অপেক্ষা রাখে না।
ইতিমধ্যেই ৫৬ বার বাংলার সেরা সিরিয়াল হয়েছে মিঠাই। অন্যদিকে একটানা স্লট লিড করে চলেছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের ফ্যান পেজ গুলোতে চোখ রাখলেই আঁচ করা যায় এই সিরিয়াল দুটির ফ্যান ফলোয়িং সংখ্যা। প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা জি বাংলার মিঠাই ধারাবাহিক ঘিরে দর্শকদের পাগলামির নিয়ে তো আলাদা করে কিছু বলার অপেক্ষায় রাখেনা।
অন্যদিকে অপরাজিতা আঢ্য অভিনীত ‘লক্ষী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালও অল্পদিনেই দর্শকমহলে পেয়েছে বিপুল জনপ্রিয়তা। এই যে সিরিয়ালে যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন এই মুহূর্তে মিঠাইতে চলছে সবার প্রথমেই থাকে মিঠাই এর বিবাহ বার্ষিকীর পর্ব। সেই সাথে বেশ কিছুদিন ধরে দর্শকদের জন্য উপহার হিসেবে দেখা গিয়েছে বেশ কিছু ‘সিধাই মোমেন্ট’।
এছাড়া প্রথম বিবাহ বার্ষিকীতে মিঠাই রানীকে তার উচ্ছেবাবু যেভাবে সারপ্রাইজ দিয়েছেন তা দেখে দর্শকদের মতোই একেবারে অবাক মিঠাইরানী নিজেও। অন্যদিকে লক্ষ্মী কাকিমাতে বোম ব্লাস্টে উড়ে গিয়েছে আটটি লক্ষী ভান্ডার। যার সবটাই হংসিনীর বাবার পূর্ব পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। এখন লক্ষ্মী আর হংসিনী মিলে আসল অপরাধীকে খুঁজে বার করার চেষ্টা করছে।
অন্যদিকে সেই বোম ব্লাস্টের দিন থেকেই নিখোঁজ বাড়ির ছেলে দুলাল সবমিলিয়ে দুটো সিরিয়ালই এখন চলছে টানটান উত্তেজনার পর্ব। এরই মধ্যে সম্প্রতি একটা কাণ্ড ঘটিয়ে বসেছে জি বাংলার (Zee Bangla) চ্যানেল কর্তৃপক্ষ।একটা বিরাট ভুল (Mistake) করে বসেছিল তারা। যা নজর এড়িয়ে যায়নি দর্শকদের। সম্প্রতি জি বাংলার তরফে সিদ্ধার্থের একান্ত মুহূর্ত বলে একটি ভিডিও আপলোড করা হয়েছিল।
কিন্তু আসলে সেটি ছিল লক্ষ্মী কাকিমা সুপারস্টার এর ভিডিও। অর্থাৎ ভিডিওর ক্যাপশন এ ভুল করে মিঠাই সিদ্ধার্থের নাম দিয়ে এডিট করা হয়েছিল। জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষের এমন ভুল দেখে সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছিল ব্যাপক হাসাহাসি। যদিও পরে চ্যানেলের ভুল শুধরে নিয়ে সঠিক ভিডিও আর সঠিক ক্যাপশন দিয়ে আপলোড করা হয়।