সম্প্রতিকালে গোটা বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির ওপর দিয়ে যেন শনির দশা যাচ্ছে। একেরপর এক বিগ বাজেট ছবি ফ্লপ হচ্ছে। এমনকি বহুপ্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) ছবিও মুক্তির আগেই ব্যাপক সমালোচনার শিকার হয়েছে নেটপাড়ায়। বহুদিন ধরেই ‘ব্রহ্মাস্ত্র’ বয়কটের ডাক চলছে, তবে এবার সেই আগুনে ঘি পড়ল রণবীর কাপুরেরই একটি ভিডিও প্রকাশ্যে আসতেই।
‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীর কাপুর ও আলিয়া ভাটকে জুটি বাঁধতে দেখা যাবে। বিগত কয়েক বছর ধরেই ছবির কাজ চলছিল। অবশেষে এবছরেই প্রকাশ্যে ছবির ফার্স্ট লুক ও ট্রেলার। যা দেখে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে। সাথে ছবি বয়কটের দাবি ওঠে নেটপাড়ায়। কিন্তু সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে আসতেই সেই দাবি চরমে উঠেছে।
বেশ কয়েক বছর আগের একটি ভিডিও নেটপাড়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে। রণবীর কাপুর অভিনীত রকস্টার ছবির রিলিজের সময় প্রচারের জন্য একটি খাওয়া দেওয়ার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা। সেখানে খাবার খাওয়ার সময় প্রিয় খাবার সম্পর্কে জানান তিনি। রণবীর বলেন, আসলে তার পরিবার পাকিস্তানের পেশোয়ারের বাসিন্দা ছিল। তাই খাবারের মধ্যে একটা পেশোয়ারি ছোঁয়া রয়েছেই।
এখানেই শেষ নয়! এরপর রণবীর আরও জানান, তিনি মাংস খেতে ভালোবাসেন। চিকেন, মটন থেকে শুরু করে গো মাংস সবই খান। বিশেষ করে গো মাংস নাকি তাঁর প্রিয়। এই ভিডিও সম্প্রতিকালে আবারও ভাইরাল হয়ে পড়েছে, আর তার জেরেই ছবি বয়কটের ডাক আরও জোরালো হয়ে উঠেছে। ভিডিও দেখে নেটিজেনদের একাংশ দাবি জানিয়েছে ব্রহ্মাস্ত্র ছবি বয়কট করতে হবে।
— Gems Of Bollywood Fan (@FilmyPulao) August 27, 2022
যদিও ভিডিওটি বহু বছর পুরোনো, তবে এই ভিডিওর জেরে কিছুটা হলেও হয়তো অস্বস্তিতে পড়েছেন নির্মাতারা। তবে ছবি বয়কটের জন্য এই একটা মাত্র কারণ নেই। এর আগে নায়িকা আলিয়া ভাতের মন্তব্যকে ঘিরেও বয়কটের ডাক উঠেছে। এমনিতেই মহেশ ভাট কন্যা হওয়ার দরুন নেপোটিজম নিয়ে কুরুচিকর মন্তব্য শুনতেই হয় অভিনেত্রীকে।
সম্প্রতিকালে অভিনেত্রীকে নেপোটিজম বিষয়ে প্রশ্ন করে হলে তিনি কড়া জবাব দিয়েছেন। আলিয়া বলেন, ‘আমি নিজের পক্ষ কথা বলতে পারবো না। আপনাদের যদি আমাকে পছন্দ তাহলে দেখবেন, না হলে দেখবেন না। আমার কিছুই করার নেই এই বিষয়ে। আলিয়ার এই মন্তব্য একপ্রকার অপমানের মত মনে হয়েছে নেটিজেনদের কিছু জনের। তাই তারা বয়কটের ডাক তুলেছেন।