• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লম্বা সুদর্শন ছেলেই চাই, দিদি নং ১ এ সঙ্গীর গুণের তালিকা নিয়ে হাজির ‘কড়িখেলা’র শ্রীপর্ণা রায়

Published on:

Actress Sriparna Roy lists must have qualities for lifepartner in Didi no 1

মনের মত প্রেমিক কে না চায় বলুন তো? প্রটিতি নারীই চায় তাঁর প্রেমিক পুরুষটি যেন হয় ঠিক তাঁর স্বপ্নের রাজপুত্রের মতন। ঠিক তেমনি নিজের স্বপ্নের রাজকুমারটি কেমন হবে সেই কথাই এবার প্রকাশ্যে আনলেন “কড়ি খেলা” (Kori Khela) সিরিয়ালের পারমিতা তথা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায় (Sriparna Roy)। অভিনেত্রীর প্রাণবন্ত অভিনয় গুণ ইতিমধ্যেই জয় করেছে বাঙালি দর্শকদের মন।

প্রিয় অভিনেত্রীকে ঘিরে  দর্শকদের মধ্যে উৎসাহের কমতি নেই। সম্প্রতি নিজেই দর্শকদের কাছে ধরা দিলেন একেবারে খোলা মেলা মেজাজে। সম্প্রতি দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে উপস্থিত হয়ছিলেন অভিনেত্রী। বাঙালি দর্শকদের জনপ্রিয় টিভি শোয়ের মঞ্চেই ফাঁস করলেন হবু প্রেমিকের গুণাবলীর তালিকা।

Kori Khela Serial Actress Sriparna Roy

কি কি গুণ থাকতে হবে প্রেমিকের? কেমন দেখতেই বা হবে? সেই নিয়েই কোন প্রকার রাখঢাক না করে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ক্যামেরার সামনে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন “লম্বা ও  সুদর্শন হতে হবে। কালো হওয়া চলবে না।” না তাঁর মনের মানুষের গুণের তালিকা এখানেই শেষ নয়! তালিকায় রয়েছে আরও অনেককিছু।

অভিনেত্রীর কথায় তিনি যেমনটা জীবনসঙ্গী খুঁজছেন তাঁকে হতে হবে পরিণতমনস্ক অর্থাৎ ম্যাচিউর। মানুষটির পরামর্শে যেন অভিনেত্রীর জীবন চলার পথ হয়ে ওঠে মসৃণ। আর একটি জিনিস কিছুতেই বরদাস্ত করবেন না তিনি, সেটা হল নাক ডাকার অভ্যাস। অভিনেত্রীর মুখে এই কথা শুনে হেসে গড়াগড়ি খেয়েছেন দিদি নাম্বার ওয়ানের সঞ্চারিকা রচনা বন্দ্যোপাধ্যায়। তৈরি থাকতে বলেন সেই হবু প্রেমিককে।

Sriparna Roy in didi no 1 with rachana banerjee

প্রসঙ্গত, অনেক ছোটবেলায় মা’কে হারিয়েছেন অভিনেত্রী। বাবার কাছেই বড় হয়ে উঠেছে একমাত্র মেয়ে। অভিনেত্রী স্পষ্ট জানান, বাবা ছাড়া আপন বলতে কেউ নেই। তাই যাকেই বিয়ে করবে সবার প্রথমেই তাঁকে ঘর জামাই হওয়ার শর্ত মেনে নিতে হবে। অর্থাৎ গুণাবলীর তালিকার সাথেই মেনে নিতে হবে বাধ্যতামূলক শর্ত।

 

View this post on Instagram

 

A post shared by mithai prem (@mithailoves)

উল্লেখ্য, বাংলা ধারাবাহিকে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।  জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কড়ি খেলায় পারমিতার চরিত্রে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। সম্প্রতি সেইভাবে দেখা যায়নি তাঁকে। কবে প্রিয় অভিনেত্রীকে আবার পর্দায় দেখেন সেই অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥