আর বাকি মাত্র এক মাস। পুজো পুজোও গন্ধ তো এসেই গিয়েছে। সেপ্টেম্বর মাসের শেষ থেকে শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। তবে পুজো শুরুর আগে রয়েছে মহালয়া (Mahalaya)। এই বিশেষ দিনটি উপভোগ করতে কেউ রেডিওয় কান পাতেন, আবার কেউ চোখ রাখেন টেলিভিশনের পর্দায়। ইতিমধ্যেই সব চ্যানেলগুলির তরফ থেকে মহালয়ার বিশেষ প্রোমো দেখানো শুরু হয়ে গিয়েছে।
আগেই দেখা গিয়েছিল, এবার দেবী দুর্গা হিসেবে দর্শকদের সামনে আসবেন টলিউড সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। তাঁকে কালার্স বাংলায় দেখা যাবে। এত বছরের কেরিয়ারে এই প্রথমবার দশভূজা হিসেবে আসছেন টলিউড সুপারস্টার।
সম্প্রতি ফের কালার্স বাংলার তরফ থেকে মহালয়ার প্রোমো শেয়ার করে লেখা হয়েছে, ‘মহালয়ার ভোরে এবার লাগুক নতুনত্বের ছোঁয়া! দেখুন আদ্যাশক্তি মহামায়ার দশ রূপের অজানা কাহিনী ‘দেবী দশমহাবিদ্যা’। ২৫ সেপ্টেম্বর ভোর ৫টায় শুধুমাত্র কালার্স বাংলায়’।
ঋতুপর্ণা ছাড়াও কালার্স বাংলায় দেখা যাবে, দেবলীনা দত্ত (দেবী ত্রিপুরাসুন্দরী), সংঘমিত্রা তালুকদার (মা তারা), রিমঝিম মিত্র (দেবী ভৈরবী), সৈরিতি বন্দ্যোপাধ্যায় (দেবী ধুমাবতী) এবং দেবাদৃতা বসু (দেবী ছিন্নমস্তা)-সহ টেলিভিশনের দুনিয়ার একাধিক পরিচিত নায়িকাকে। বহুদিন পর ছোট পর্দায় দেখা যাবে শ্রুতি দাসকেও (দেবী কালী)। এছাড়াও দেবী মাতঙ্গী হিসেবে দেখা যাবে ক্যান্সার জয়ী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে।
View this post on Instagram
দর্শকদের একাংশের কালার্স বাংলার ‘দেবী দশমহাবিদ্যা’র প্রোমো বেশ ভালোলেগেছে। দেবী দুর্গা রূপে ঋতুপর্ণাকেও দেখে মন ভরে গিয়েছে তাঁদের। একজন যেমন লিখেছেন, ‘ঋতুপর্ণা ম্যামকে দেবী দুর্গা হিসেবে অনেকদিন আগেই দেখানো উচিত ছিল। সত্যিই ম্যাম অন্তত একবার দুর্গা হওয়ার যোগ্য’। আর একজন আবার লিখেছেন, ‘খুব একটা খারাপ কিন্তু লাগছে না। যতটা মনে হচ্ছিল। আশা করা হচ্ছে, ভালো হবে;।
তবে অনেকে আবার দেবী দুর্গা হিসেবে ঋতুপর্ণাকে দেখার পর একেবারেই প্রসন্ন হননি। একজন যেমন লিখেছেন, ‘কী হচ্ছে এটা! মহালয়া নাকি কমেডি শো। জঘন্য একবারে’। সব মিলিয়ে ঋতুপর্ণাকে দেবী দুর্গা হিসেবে দেখার পর দর্শকরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। এবার দেখা যাক, মহালয়ার ভোরে অভিনেত্রীর সম্পূর্ণ পারফরম্যান্স দেখার পর তাঁরা কী বলেন।