• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেরপর এক ৫ জনপ্রিয় সিরিয়াল শেষ! নাম পাল্টে ‘শেষ জলসা’ করে দিন, কটাক্ষ নেটিজেনদের

Published on:

Star Jalsha Khelaghor Serial ending soon netizens make trolling comment

সময়ের সাথে সাথে মানুষের রুচি বদলায়, তেমনি বিনোদনের জগতেও নতুন মোড় আসে সময়ে সময়ে। এক সময়ের জনপ্রিয় সিরিয়াল (Serial) পুরোনো হয়ে গিয়ে জনপ্রিয়তা হারালে তার বদলে হাজির হয় নতুন গল্প। বিগত কিছুদিন ধরে ষ্টার জলসার (Star Jalsha) সাথে এমনটাই হচ্ছে। একেরপর এক সিরিয়াল শেষ হচ্ছে। বিগত দুই বছর ধরে চলতে থাকা পাঁচটি সিরিয়াল পর পর শেষ হয়ে গিয়েছে কিছুদিনের ব্যবধানে।

প্রথমে বৌমা একঘর, তাপর একে একে খড়কুটো (Khorkuto), মন ফাগুন (Mon Phagun), আয় তবে সহচরীর (Aay Tobe Sohochori) শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শান্টু পূর্ণার ‘খেলাঘর’ (Khelaghor) সিরিয়ালও শেষ হওয়ার পাকা খবর মিলেছে। কূট কাচালি ভিড়ে ভিন্ন স্বাদের কাহিনী তুলে ধরেছিল এই সিরিয়াল। সিরিয়ালে শান্টু ও পূর্ণার চরিত্রে অভিনয় করছিলেন সৈয়দ আরেফিন ও স্বীকৃতি মজুমদার।

Star Jalsha,Bengali Serial,Khelaghor,Shantu Purna,Khelaghar ending soon,বাংলা সিরিয়াল,ষ্টার জলসা,শেষ জলসা,খেলাঘর,শান্টু পূর্ণা,টিআরপি

শুরুতে জনপ্রিয়তা বেশ ভালোই ছিল, এমনকি টিআরপি তালিকায় প্রথম দশের মধ্যেও নাম ছিল। কিন্তু সময়ের সাথে সাথে জনপ্রিয়তা হারিয়ে যায়। আর এবার টিআরপি তলানিতে ঠেকতেই শেষ লগ্নে দাঁড়িয়েছে ‘খেলাঘর’। ইতিমধ্যেই সিরিয়ালের শেষ শুটিংয়ের দিন প্রকাশ্যে এসেছে।

যেমনটা জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ ২৭শে অগাস্ট শেষ শুটিং হতে চলেছে। অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই শেষ হবে এই সিরিয়ালটিও। প্রিয় সিরিয়াল শেষ হওয়ায় মন খারাপ দর্শকদের। সাথে তারকাদেরও মন খারাপ কারণ দীর্ঘ দুবছর একসাথে কাজের সূত্রে পরিবারের মতই হয়ে গিয়েছিলেন সকলে।

নেটপাড়ায় দর্শকেরা ইতিমধ্যেই সিরিয়ালের শেষ হয়ে যাওয়া নিয়ে আলোচনা শুরু করেছেন। নেটিজেনদের অনেকেরই মন খারাপ একেরপর এক সিরিয়াল শেষ হওয়া নিয়ে। আর এবার তো এক নেটিজেন মন্তব্যই করে বসলেন, যে হরে সিরিয়েল শেষ হচ্ছে তাতে চ্যানেলের নাম বদলে শেষ জলসা করে দিন। দু দিন পর পর আসছে আর যাচ্ছে।

Netizens says star jalsha should change name to sesh jalsha

প্রসঙ্গত, একাধিক সিরিয়াল যেমন শেষ হচ্ছে তেমনি একাধিক নতুন কাহিনীও শুরু হচ্ছে। ইতিমধ্যেই চারটি সিরিয়াল শুরু হয়েছে পুরোনো চারের বদলে। আর এবার ‘খেলাঘর’ শেষ হওয়ার আগেই ‘হর গৌরী পাইস হোটেল’ এর প্রমো প্রকাশ্যে এসেছে। এখন নতুন সিরিয়ালগুলি দর্শকদের মন কতটা জিততে পারে সেটাই দেখার!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥