• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উত্তম কুমারের পর নতুন চমক! ‘যমালয়ে জীবন্ত ভানু’ ভানু বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শাশ্বত চট্টোপাধ্যায়

Published on:

Saswata Chattejee to play Bhanu Bandhopadhyay character in Sayantan Ghoshal film Jomaloye Jibond Bhanu

বাংলা সিনেমাপ্রেমী ওঠা ভানু বন্দ্যোপাধ্যায়ের (Bhanu Bandhopadhyay) নাম শোনেননি এমন মানুষ এ ভূ ভারতে খুঁজে পাওয়া দুষ্কর। আজ সেই কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের ১০১ তম জন্মবার্ষিকী। আর আজকের দিনেই দর্শকদের জন্য এক দারুণ সুখবর রইল পরিচালক সায়ন্তন ঘোষালের (Sayantan Ghoshal) তরফ থেকে। রুপোলী পর্দায় আবারও ভানু বন্দ্যোপাধ্যায়কে ফেরাতে চলেছেন তিনি।

হ্যাঁ ঠিকই দেখছেন, রুপোলি পর্দায় আবারও দেখা যাবে ভানু বন্দ্যোপাধ্যায়কে। ‘যমালয়ে জীবন্ত ভানু’ ছবি পরিচালনা করবেন সায়ন্তন ঘোষাল। আর ছবিতে ভানু বান্ধোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee)। ‘বুড়িমা চিত্রম’ এর প্রযোজনায় তৈরী হবে এই ছবি। বাঙালি দর্শকদের জন্য এই ছবি যে অন্যতম সেরা একটা উপহার হতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

Bhanu Bandhopadhyay

ছবি প্রসঙ্গে ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল পরিচালকের সাথে। হটাৎ কিভাবে এই ছবির ভাবনা? এই প্রশ্নের উত্তরে সায়ন্তন আনন্দবাজারকে জানান, ১০১ তম জন্মবার্ষিকী  উপলক্ষে এটা আমাদের তরফ থেকে একটা ছোট্ট শ্রদ্ধার্ঘ্য মাত্র। মজার মোড়কে তৈরী করা হবে ছবিটি, তবে নাম ছাড়া তেমন কিছুই মিল থাকবে না বলে জানান পরিচালক।

Saswata Chattejree,Bhanu Bandhopadhyay,Bengali Film,Bhanu Bandhopadhyay 101th Birth Anniversary,ভানু বন্দ্যোপাধ্যায়,যমালয়ে জীবন্ত মানুষ,শাশ্বত বন্দ্যোপাধ্যায়,সায়ন্তন ঘোষাল,Sayantan Ghoshal,যমালয়ে জীবন্ত ভানু,Jomaloye Jibonto Bhanu

তবে নাম ও ছবির কাহিনীর সাথে ভানু বন্দ্যোপাধ্যায় যখন রয়েছেন তখন সেটা বাঙালিদের আবেগ ছুঁয়ে যাবে সেটা স্বাভাবিক বলা যেতেই পারে। এই সম্পর্কে তিনি জানান, আর পাঁচটা বাঙালির মত তিনিও অভিনেতার ফ্যান। তার ‘যমালয়ে জীবন্ত মানুষ’ ছবির গল্প থেকেই বর্তমান সময়ের সাথে মিশিয়ে হাস্যকৌতুক মূলক একটি ছবি তৈরী হতে চলেছে। যেখানে ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।

কবে রিলিজ করছে ছবি? এই প্রশ্নের উত্তরে জানা যায় আপাতত লুক টেস্টিং চলছে। আগামী বছরেই হয়তো শুটিংয়ের কাজ শুরু হবে। এরপর শাশ্বত চট্টোপাধ্যায়কে এমন একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট করার ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে পরিচালক জানান, স্বস্তিক সংকেত ছবিতে আগেই একসাথে কাজ করেছেন তাঁরা। এছাড়া অভিনেতা নিজেও ভানু বন্দ্যোপাধ্যায়ের ফ্যান। তাছাড়া চেহারার গড়নের সাথেও কিছুটা মিল রয়েছে তাই তাকেই সিলেক্ট করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও একাধিক আইকনিক চরিত্রে দেখা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়কে। নেতাজির চরিত্রে থেকে সম্প্রতিকালে অচেনা উত্তম ছবিতে মহানায়ক উত্তম কুমারের চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥