ইদানিং বাংলা টেলিভিশন জগতে সিরিয়াল শেষ হওয়ার যেন ধুম পড়ে গিয়েছে। গত প্রায় একমাস ধরেই বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক পুরনো সিরিয়াল। যার অন্যতম কারণ টিআরপি। দিনের পর দিন টিআরপি পড়তে শুরু করলে অসময়ে বন্ধ করে দেওয়া হচ্ছে সেই সিরিয়াল। পরিবর্তে দর্শকদের ড্রইংরুমে জায়গা করে নিচ্ছে কোন না কোন নতুন সিরিয়াল।
গত এক মাসেই স্টার জলসার পর্দায় পরপর শেষ হয়েছে ‘বৌমা এক ঘর’ থেকে শুরু করে ‘মন ফাগুন’, ‘খড়কুটো’ সহ একাধিক সিরিয়াল। এমনকি শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে ‘আয় তবে সহচরী’ও। এইভাবে একের পর এক জনপ্রিয় সিরিয়ালগুলি শেষ হতে দেখে বহুদিন ধরেই দর্শকদের মনের ঘোরাফেরা করছিল একটাই প্রশ্ন।
এত সিরিয়াল শেষ হচ্ছে (Air off) কিন্তু শান্টু (Shantu) -পূর্ণার (Purna) ‘খেলাঘর’ (Khelaghor) কেন এখনো চলছে? আসলে টিআরপি কম হলেও দুপুরের স্লটে চলতে থাকা এই সিরিয়াল দিনের পর দিন স্লট লিডার হয়ে আসছে। কিন্তু দর্শকরা এই সিরিয়াল এখন আর দেখেন না। তাই অবশেষে দর্শকদের দাবি মেনে এই সিরিয়াল শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
তবে এই সিরিয়ালের পরিবর্তে ওই দুপুরের স্লটে এখনই নতুন কোন সিরিয়াল আনা হবে না। পরিবর্তে পুরনো সিরিয়ালের রিপিট টেলিকাস্ট দেখানো হতে পারে। বহুদিন আগে এই সন্ধ্যার স্লট হারিয়ে কম টিআরপির কারণে দুপুরের স্লটেই চলছে শান্তিপূর্ণার এই প্রেমের গল্প। কিন্তু এখন কেউ খোঁজও রাখে না কি হচ্ছে এই সিরিয়ালে।
তাই ‘খেলাঘর’ শেষ হয়ে যাওয়ায় সেভাবে দর্শকদের কোন মন খারাপ নেই। বরং অনেকে বলছেন এই সিরিয়াল শেষ হওয়ায় এক প্রকার যেন শান্তিই পেয়েছেন তারা। প্রসঙ্গত ধারাবাহিকের শান্টু চরিত্রে সৈয়দ আরফিন এবং পূর্ণা চরিত্রে স্বীকৃতি মজুমদার-এর অভিনয় প্রথম থেকেই দাগ কেটেছিল দর্শকদের মনে।
তাই এই সিরিয়াল শেষ হয়ে গেলিও তাদের অনুরাগীরা চাইছেন আবার নতুন কোন সিরিয়ালের হাত ধরে আবার জুটি বেঁধে ফিরে আসুক তারা। জানা যাচ্ছে আজই শেষ হচ্ছে খেলাঘরের অন্তিম পর্বের শুটিং। যা আগামী ৪ সেপ্টেম্বর শেষবারের মতো সম্প্রচারিত হবে টিভির পর্দায়।