• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কঙ্গনার গোপন ছবি দেখিয়েছিল হৃত্বিক! নিচু মানসিকতার প্রমাণ দিয়ে আবারও রিভিউ শুরু করলেন KRK

Published on:

KRK Claims Hrithik Roshan showed him Private Photos of Kangana in Vikram Vedha Review

কেআরকে (KRK) নামটা অনেকের কাছেই বেশ পরিচিত। বলিউডের স্বঘোষিত ফিল্ম সমালোচক হিসাবে খ্যাতি বা বলা ভালো কুখ্যাত রয়েছে কমল রাশিদ খানের। বলিউডের প্রতিটা ছবিকেই রীতিমতো তুলোধোনা করে ছেড়ে দেন নিজের রিভিউ ভিডিওতে। তবে কিছুদিন আগে হঠাৎই ছবির রিভিউ দেওয়া থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। যদিও সেকথা তিনি রাখেন নি কারণ সম্প্রতি হৃত্বিক রোশন (Hrithik Roshan) ও সাইফ আলী খান (Saif Ali Khan) অভিনীত ‘বিক্রম বেদা’ (Vikram Vedha) ছবির টিজার প্রকাশ পেতেই তার রিভিউ করে ফেলেছেন কেআরকে।

বরাবরই বলিউডের তারকাদের এক চোখা ভাবে নিশানা করার জন্য বিখ্যাত হয়ে রয়েছেন কেআরকে। এবারেও তার অন্যথা হল না! হৃত্বিক ও সাইফের বিক্রম বেদা ছবির টিজার দেখে একরাশ হতাশা প্রকাশ করলেন তিনি। শুধু তাই নয় সাথে কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) ও ঋত্বিক রোশনের সম্পর্কে বেশ কিছু কথার উল্লেখ করেছেন। কে আর কে এর মতে ঋত্বিক রোশন নাকি তাকে বাড়িতে ডেকে ল্যাপটপে থাকা কঙ্গনার ব্যক্তিগত ছবি দেখিয়েছিলেন।

কেআরকে,হৃত্বিক রোশন,বিক্রম বেদা,বলিউড সিনেমা,KRK,কঙ্গনা রানাউত,Kangana Ranaut,Hrithik Roshan,KRK Review,Bollywood Movie,Vikram Vedha,KRK on Hrithik Kangana relation

টুইট করে কে আর কে বলেন ভালোই হয়েছে কঙ্গনা এখন টুইটারে নেই থাকলে এতক্ষণে যুদ্ধ শুরু হয়ে যেত। তবে এখানেই থামেননি তিনি, এরপরেই এনেছেন ঋত্বিক ও কঙ্গনার সম্পর্কের প্রসঙ্গে। তিনি বলেন, ‘হৃত্বিক তুমি ঠিক যেমনটা আমাকে বলেছিলে কঙ্গনা তেমন গল্পটা বলো না কেন? আর হ্যাঁ আমাকে বেশ আকর্ষক কিছু ছবিও দেখিয়েছিলে তোমার ল্যাপটপে। আমি অবশ্যই সেগুলো রিভিউ করব কিন্তু যথা সময়ে।’ বোঝাই যাচ্ছে বলিউড তারকাদের তুলোধোনা করতে কোন সুযোগই হাতছাড়া করতে রাজি নন কেআরকে।

কেআরকের এই টুইট নিয়ে ইতিমধ্যেই  চালু হয়ে গিয়েছে। তবে এই প্রথমবার নয় প্রায়শ বলি তারকাদের নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় তাঁকে। যেমন কিছুদিন আগেই বলিউডের অভিনেত্রীদের ধুয়ে দিয়েছেন নির্লজ্জ্ব বলে। কারণ গর্ভাবস্থায় ফটোশুট করে জনপ্রিয়তা আদায় করেছেন তাঁরা। তাই কারিনা, সোনাম কাপুর থেকে আরও সকল বলি অভিনেত্রীদের নির্লজ্জ্ব বলে আখ্যা দিয়েছিলেন তিনি।

এখানেই শেষ নয়, আমির খানের লাল সিং চাড্ডা ছবি ফ্লপ হওয়ার পর তাকেও ছাড়েননি কেআরকে। একটি টুইট তিনি জানান, আমির খান শেষ এবার বলিউডের আর দুই বুড়ো বাকি রয়েছে। যেখানে ইঙ্গিতে শাহরুখ খান ও সালমান খানকে বোঝাতে চেয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, নিজের বিস্ফোরক মন্তব্যের জেরে একাধিকবার আইনি ঝামেলাতেও জড়িয়েছেন কেআরকে। সালমান খানের ছবির বাজে রিভিউ দেওয়ার পর মামলা করা হয়েছিল কমল রাশিদ খানের নামে। এরপর নিজের রিভিউয়ের ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে ডিলিটও করে দেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥