• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পা দুটো দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল! মা কালীর সাজে শ্রুতি দাসকে দেখে প্রতিক্রিয়া দর্শকদের

Published on:

শ্রুতি দাস,Shruti Das,মা কালী,Ma Kali,মেকআপ,Make Up,ভিডিও,Video,ভাইরাল,Viral

ছোটপর্দার অন্যতম পরিচিত একজন অভিনেত্রী হলেন শ্রুতি দাস (Shruti Das)। সালটা ছিল ২০১৯,অর্থাৎ বছর তিনেক আগের কথা সেই বছর জি বাংলাযর ‘ত্রিনয়নী’ (Trinayoni) ধারাবাহিকের হাত ধরে সিরিয়ালপ্রেমী দর্শকদের মনোরঞ্জন করতে টেলিভিশন জগতে আগমন ঘটেছিল তার তার। প্রথম সিরিয়ালেই মুখ্য চরিত্রে অভিনয়ের পর থেকেই একটু একটু করে বদলাতে শুরু করেছিল অভিনেত্রীর জীবন।

ছোটপর্দার নয়ন হয়েই রাতারাতি লাইমলাইটে চলে আসেন কাটোয়ার মেয়ে শ্রুতি। পরবর্তীতে সিরিয়ালের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার এর সাথে প্রেম যেন শ্রুতিকে আরও বেশি করে লাইম লাইটে নিয়ে আসে। প্রসঙ্গত এক সময় শ্রুতির সাথে তার প্রেমিকের বয়সের ফারাক নিয়েও অনেক মানুষের চিন্তার শেষ ছিল না। তবে সবার মুখে এক প্রকার ঝামা ঘষে দিয়ে অভিনেত্রী প্রমাণ করে দিয়েছেন সম্পর্কে বয়স একটা সংখ্যা মাত্র।

শ্রুতি দাস,Shruti Das,মা কালী,Ma Kali,মেকআপ,Make Up,ভিডিও,Video,ভাইরাল,Viral

পরবর্তীতে নিজের গায়ের রং এর জন্যও কিছু মানুষের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। একসময় থানা পুলিশও পর্যন্ত করতে দেখা গিয়েছিল শ্রুতিকে। সব মিলিয়ে নানা বিষয়কে কেন্দ্র করে মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসেন এই টেলি জগতের জনপ্রিয় নায়িকা। প্রসঙ্গত প্রথম সিরিয়াল ‘ত্রিনয়নী’ শেষ হওয়ার পরেই শ্রুতি অভিনয় করেছিলেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’-তে।

শ্রুতি দাস,Shruti Das,মা কালী,Ma Kali,মেকআপ,Make Up,ভিডিও,Video,ভাইরাল,Viral

তবে আশ্চর্যের বিষয় এই সিরিয়াল শেষ হয়ে গিয়েছে প্রায় এক বছর হতে চলল। কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত কোনো কাজ নেই অভিনেত্রীর হাতে। তবে অভিনেত্রীর বিশ্বাস তিনি আবারও ফিরবেন লাইট,ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায়। ততদিন পর্যন্ত সঠিক চরিত্রের জন্য অপেক্ষা করে চলেছেন শ্রুতি। এরই মধ্যে সম্প্রতি তাকে দেখা গিয়েছে কালার্স বাংলার আসন্ন মহালয়া ‘দশমহাবিদ্যা’-র টিজারে।


সেখানে দেখা গিয়েছে দেবী দুর্গার দশমহাবিদ্যা রূপের মধ্যে মা কালি রূপে ধরা দিয়েছেন শ্রুতি। যার ঝলক প্রকাশ্যে আসা মাত্রই অভিনেত্রীর অনুরাগীদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এরই মধ্যে সম্প্রতি শ্রুতি নিজের ইন্সট্রাগ্রাম প্রোফাইল থেকে এই কালি রূপে সেজে ওঠার একটি মেকআপ ভিডিও শেয়ার করেছেন।

শ্রুতি দাস,Shruti Das,মা কালী,Ma Kali,মেকআপ,Make Up,ভিডিও,Video,ভাইরাল,Viral

ওই ভিডিওর শেষের অংশে ফোকাস করা হয়েছে অভিনেত্রীর পায়ের দিকে। মা কালী রূপে তার হেঁটে আসার দৃশ্য দেখে হতভম্ব হয়ে গিয়েছেন অনেকেই। ভিডিওর কমেন্ট সেকশনে কেউ কেউ মন্তব্য করেছেন পা দুটো দেখে নাকি গায়ে রীতিমতো কাঁটা দিয়েছে তাদের। সব মিলিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল শ্রুতির এই মা কালী রূপে সেজে ওঠার মেকাপ ভিডিও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥