• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুদিন যেতেই প্রেম শুরু, মাধবীলতাকে প্রপোজ করল ছবিবাবু! সিরিয়ালের ট্র্যাক নিয়ে খিল্লি দর্শকদের

Published on:

Madhabilata Serial New Promo Sobuj Propose madhabilata viewers strat trolling

বাঙালি দর্শকদের বিনোদনের জন্য টেলিভিশনে বিভিন্ন ধরণের সিরিয়াল (Serial) সম্প্রসারিত হয়। তবে কিছু সিরিয়াল ব্যাপক জনপ্রিয়তা পায় তো কিছু পিছিয়ে পরে। পিছিয়ে পড়া সিরিয়াল গুলো টিআরপির (TRP) অভাবে একসময় বন্ধ হয় বদলে জায়গা নেয় নতুন সিরিয়াল। সম্প্রতি ষ্টার জলসায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘মাধবীলতা’ (Madhabilata)। সিরিয়ালের সম্প্রসার শুরুর আগে থেকেই বেশ চর্চায় ছিল, তবে এবার দুদিন যেতে না যেতেই চর্চায় উঠে এল মাধবীলতা।

আসলে শুরুতে সিরিয়ালের কাহিনী আলাদা মনে হলেও নেটিজেনদের বরাবরের অভিযোগ সব কাহিনীই সেই এক! অর্থাৎ শুরুতে ভালো ট্র্যাক থাকলেও কিছুদিন যেতেই প্রেম, বিয়ে তারপর সাংসারিক অশান্তি থেকে ত্রিকোণ প্রেমের কাহিনীতে পরিণত হয় সিরিয়াল। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই সরব হতে দেখা যায় ক্ষুদ্ধ দর্শকদের।

Madhobilata Sobuj called as Chobi Babu

এবার সবেমাত্র শুরু হওয়ার ‘মাধবীলতা’ সিরিয়ালেও শুরু হয়ে গেল প্রেমের ট্র্যাক। সিরিয়ালের নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে শ্রাবনী ভূঁইয়াকে (Srabani Bhuiya)। আর নায়ক অর্থাৎ সবুজের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা সুস্মিত মুখার্জীকে (Sushmit Mukherjee)। সিরিয়ালের প্রথম প্রোমোতেই গ্রামের মেয়ের চরিত্র দেখা যাচ্ছেযাঁর নাম মাধবীলতা। জঙ্গলের শত্রুদের সাথে পুষ্পা সিনেমার কায়দায় মারপিট করেছে। অন্যদিকে সবুজ মুগ্ধ মাধবীলতার রূপে। না জিজ্ঞাসা করেই ছবি তোলা শুরু করেছে সে।

এতো ছিল ট্রেলার, তবে এবার সিরিয়াল শুরু হতেই নেটিজেনদের কটাক্ষের শিকার হয়ে গেল সিরিয়ালটি। কেন? কারণ রয়েছে একাধিক। প্রথমত মাধবীলতা সিরিয়ালের জন্য শেষ হয়ে গিয়েছে মন ফাগুন সিরিয়াল। যেটা অনেকেরই বেশ পছন্দের ছিল। তার ওপর সিরিয়ালে দকেহান হচ্ছে না জিজ্ঞাসা করেই লুকিয়ে ছবি তোলা হচ্ছে এক নারীর, যেটা একপ্রকার ক্রাইম বলেই মনে করছেন নেটিজেনদের একাংশ।

Madhabilata Serial new promo

গল্পে মাধবীলতাকে আদিবাসী গ্রামের মেয়ে হিসাবে তুলে ধরা হয়েছে। অথচ ব্যাকগ্রউন্ডে হিন্দি গান বাজানো হচ্ছে, যেটা দর্শকদের অনেকেরই অপছন্দের। এদিকে সুস্মিতের মুখে নাকি ঠিকমত এক্সপ্রেশন নেই বলেও অভিযোগ অনেকের। তবে সম্প্রতি সিরিয়ালের নতুন একটা প্রোমো ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে যেটা দেখে রীতিমত তুঙ্গে চর্চা।

মাধবীলতা’র নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, গোলাপ ফুল হাতে নিয়ে একেবারে ফিল্মি কায়দায় হাঁটু গেড়ে বঁসে মাধবীলতাকে প্রপোজ করছে সবুজ। প্রোমো দেখে নেটিজেনদের অনেকে বলেই ফেলেছেন, এই তো শুরু হল, দুদিনেই প্রেম প্রস্তাব! তাহলে এবার ঝটপট বিয়েটাও হয়তো হয়ে যাবে। তবে আসলে কি হতে চলেছে সেটা আগামী দিনেই দেখা যাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥