সদ্য প্রকাশ্যে এসেছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Spice Hotel)-এর প্রমো ভিডিও। যা দেখে অধিকাংশ দর্শকদেরই মনে হয়েছে এই সিরিয়ালের সাথে অনেক মিল রয়েছে ‘তোমায় আমায় মিলে’ সিরিয়ালের। তাই অনেকেই ভাবছেন এই সিরিয়াল আসলে ‘তোমায় আমায় মিলে’ সিরিয়ালের সিজন ২ হতে চলেছে।
আগেই জানা গিয়েছিল খুকুমণি হোম ডেলিভারির পর স্টার জলসার এই নতুন সিরিয়ালের হাত ধরে আবারও কামব্যাক করতে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেতা রাহুল মজুমদার। আর তার বিপরীতে নায়িকার চরিত্রে দেখা যাবে নবাগতা অভিনেত্রী শুভস্মিতা মুখার্জিকে (Suvashmita Mukherjee)। সেই জল্পনাকে সত্যি করেই সদ্য প্রকাশ্যে এসেছে ‘হরগৌরী পাইস হোটেল’-এর প্রমো।
যা দেখার পর থেকে অনুরাগীরা, সকলেই জানতে চাইছেন একটি নবাগত অভিনেত্রী আসলে কে? আসলে এই সিরিয়ালের হাত ধরেই ছোট পর্দার প্রথম বার পা রাখতে চলেছেন শুভস্মিতা। যদিও অভিনেত্রীর অভিনয়ে হাতেখড়ি হয়েছিল অনেক আগেই। ইতিপূর্বে বেশ কয়েকটি শর্ট ফিল্মে দেখা গিয়েছে তাকে। এছাড়া কুলের আচার সিনেমা এবং জনি বনি ওয়েব সিরিজেও দেখা গিয়েছে এই নতুন নায়িকাকে।
তবে এই সিরিয়ালের হাত ধরেই দর্শকরা পেতে চলেছেন আরো একটা নতুন জুটি। ধারাবাহিকের প্রমো দেখে আগেই জানা গিয়েছে সিরিয়ালে রাহুল আর শুভস্মিতার চরিত্রের নাম হয়েছে শংকর আর বৈশালী। এই সিরিয়ালের ট্যাগ- ‘বাড়ি পাল্টালে কি সত্যি পাল্টে যায় জীবন’!
প্রসঙ্গত এই নবাগতা অভিনেত্রী শুভস্মিতার বড় হয়ে ওঠা কলকাতাতেই। অভিনয়ে আসার আগে একটা সময় তিনি চুটিয়ে করেছিলেন মডেলিং। সেইসাথে জিতেছেন একের পর এক ফ্যাশন শো। শুভষ্মিতার পড়াশোনা কিন্তু টেকনো ইন্ডিয়াতে। তবে শুনলে হয়তো অনেকেই অবাক হবেন বর্তমানে এই অভিনেত্রীর বয়স মাত্র ২২ বছর।
জানা যায় ছোট থেকেই নাকি শুভষ্মিতার সাজগোজ করতে ভীষণ ভালোবাসেন। সেইসাথে প্রকৃতিপ্রেমী এই অভিনেত্রী বেড়াতেও খুব ভালোবাসেন। এখন দেখার স্টার জলসার পর্দায় আসন্ন এই সিরিয়ালের মধ্যে দিয়ে নবাগতা অভিনেত্রী আগামীদিনে দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারেন?