এই মুহূর্তে বলিউড বনাম দক্ষিণী সিনেমা (Bollywood vs South) দর্শকদের চর্চার অন্যতম ‘হট টপিক’। সোশ্যাল মিডিয়া খুললেই এই ট্রেন্ড চোখে পড়া বাধ্য। তবে দুই ইন্ডাস্ট্রির তারকারা বলিউড বনাম সাউথ নয়, বরং বলিউড এবং সাউথ কথায় বিশ্বাসী। বর্তমানে যেমন আর মাধবন, প্রভাসের মতো একাধিক দক্ষিণী অভিনেতা (South Indian actors) বলিউডে চুটিয়ে কাজ করছেন। এর আগেও নব্বইয়ের দশকে বহু সাউথ সুপারস্টার হিন্দি সিনেমায় কাজ করেছেন। আজকের প্রতিবেদনে এমনই ৫ অভিনেতার নাম তুলে ধরা হল।
বেঙ্কটেশ (Venkatesh)- সাউথের হ্যান্ডসাম অভিনেতা রান্না ডাগ্গবাতির আগে বলিউড কাঁপিয়েছেন তাঁর কাকা বেঙ্কটেশ। বলিউডের ইতিহাসের দু’টি সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন এই সুদর্শন অভিনেতা। করিশ্মা কাপুরের বিপরীতে ‘আনাড়ি’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও ‘তাকদিরওয়ালা’ ছবিতেও অভিনয় করেছিলেন সাউথ সুপারস্টার। এই ছবিতে বেঙ্কটেশের সঙ্গেই অভিনয় করেছিলেন কাদের খান এবং রবীনা ট্যান্ডন।
কমল হাসান (Kamal Hassan)- সাউথের এই জনপ্রিয় অভিনেতার আলাদা করে কোনও পরিচয়ের প্রয়োজন হয় না। আশির দশক থেকে বলিউডে রাজত্ব করছেন তিনি। রতী অগ্নিহোত্রীর বিপরীতে ‘এক দুঝে কে লিয়ে’, ‘হে রাম’, ‘সাদমা’, ‘চাচি ৪২০’এর মতো সুপারহিট ছবিতে অভিনয় করেছেন কমল।
আক্কিনেনী নাগার্জুন (Akkineni Nagarjuna)- আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলা ‘ব্রহ্মাস্ত্র’য় দেখা যাবে এই সাউথ সুপারস্টারকে। তবে এই প্রথম নয়, আক্কিনেনী নাগার্জুন এর আগেও বলিউডের কাজ করেছেন। ‘শিবা’, ‘খুদা গাওয়াহ’, ‘জখম’এর মতো ছবিতে অভিনয় করেছেন সাউথ সুপারস্টার।
মামুট্টি (Mammootty)- মালায়ালম ইন্ডাস্ট্রির সুপারস্টার হলেন মামুট্টি। সেই ইন্ডাস্ট্রির একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। সেই মালায়ালম ১৯৯৩ সালে ‘ধরতিপুত্র’ ছবির মাধ্যমে বলিউডে পা রাকেন। এরপর ‘শউ ঝুট এক সচ’ সিনেমাতেও কাজ করেছেন অভিনেতা।
রজনীকান্ত (Rajinikanth)- তালিকার সর্বশেষ নামটি হল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ‘থালাইভা’র। শুধুমাত্র সাউথেরই নন, রজনীকান্ত ভারতীয় সিনেমার সুপারস্টার।
১৯৯৩ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘অন্ধা কানুন’ ছবির মাধ্যমে বলিউড ডেবিউ হয়েছিল রজনীকান্তের। এরপর ‘জিত হামারি’, ‘হাম’, ‘আতঙ্ক হি আতঙ্ক’এর মতো একাধিক সুপারহিট বলিউড সিনেমায় কাজ করেছেন তিনি।