সাম্প্রতিক অতীতে বলিউডের (Bollywood) প্রায় প্রত্যেক ছবির দিক থেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শকরা। কিছু কিছু ক্ষেত্রে তো সিনেমা রিলিজের আগেই উঠছে বয়কট ট্রেন্ড। সব মিলিয়ে একেবারে নাজেহাল দশা বলিউডের। তবে বলিপ্রেমীদের মতে, বছর শেষ হওয়ার আগেই বলিউডের সুদিন ফিরতে চলেছে। অক্ষয় কুমার, রণবীর কাপুর থেকে শুরু করে রাধিকা আপ্তে, তাব্বু- বলিউডের একাধিক নামী শিল্পীদের ছবি (Upcoming movies) আসতে চলেছে। আর সেই সঙ্গেই বলিউডের সুদিন ফিরবে বলে মত সিনেপ্রেমী মানুষদের।
লাইগার (Liger)- বৃহস্পতিবার মুক্তি পেয়েছে বিজয় দেবেরাকোন্ডা এবং অনন্যা পাণ্ডে অভিনীত এই ছবি। পরিচালনা করেছেন পুরী জগন্নাধ। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের এই ছবির মাধ্যমেই বলিউড ডেবিউ হয়েছে সাউথ সুপারস্টার বিজয়ের।
ব্রহ্মাস্ত্র (Brahmastra)- দীর্ঘ ৮ বছর ধরে এই ছবির কাজ চলেছে। অবশেষে আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই সিনেমা। ‘ব্রহ্মাস্ত্র’তেই প্রথমবার একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে। এছাড়াও অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়ের মতো শিল্পীরা।
বিক্রম বেধা (Vikram Vedha)- একই নামের সাউথের সুপারহিট ছবির হিন্দি রিমেক ‘বিক্রম বেধা’য় অভিনয় করেছেন ঋত্বিক রোশন এবং সইফ আলি খান। রয়েছেন রাধিকা আপ্তেও। বুধবার প্রকাশ্যে এসেছে ছবির টিজার। আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।
তেজস (Tejas)- সর্বেশ মেওয়ারা পরিচালিত এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ‘ক্যুইন’ কঙ্গনা রানাউত। আগামী ৫ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই সিনেমা।
রাম সেতু (Ram Setu)- চলতি বছর সুপারস্টার অক্ষয় কুমারের তিনটি ছবি ফ্লপ হওয়ার পর এই বছরের চতুর্থ ছবি নিয়ে আসছেন তিনি। আগামী ২৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছেন ‘খিলাড়ি’ অভিনীত ‘রাম সেতু’। এই সিনেমায় তিনি ছাড়াও রয়েছেন নুসরত বারুচ্চা এবং জ্যাকলিন ফার্নান্দেজ।
ফোন ভুত (Phone Bhoot)- গুরমীত সিং পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, ক্যাটরিনা কাইফ, ঈশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদী। হরর কমেডি জঁরের এই সিনেমা আগামী ৪ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে।
ভেড়িয়া (Bhediya)- আগামী ২৫ নভেম্বর হরর কমেডি ঘরানার ‘ভেড়িয়া’ ছবিটি মুক্তি পেতে চলেছে। পরিচালক অমর কৌশিক। ‘স্ত্রী’, ‘রুহি’র ফ্র্যাঞ্চাইজির ছবি হতে চলেছে এটি। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
অ্যান অ্যাকশন হিরো (An Action Hero)- অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবিতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। এছাড়াও এই ছবিতে রয়েছেন ‘পাতাল লোক’ খ্যাত জয়দীপ অহলাওয়াত। আগামী ২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অনিরুদ্ধ আইয়ার পরিচালিত এই ছবি।
সার্কাস (Cirkus)- বড়দিনের ছুটিতে মুক্তি পাবে এই ছবিটি। এটি পরিচালক রোহিত শেট্টির ‘উপহার’ও বলা যেতে পারে। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পেতে চলা এই ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং, পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজ, জনি লিভার, সঞ্জয় মিশ্র-সহ বলিউডের একাধিক জনপ্রিয় তারকা।
কভি ঈদ কভি দিওয়ালি (Kabhi Eid Kabhi Diwali)- বছরের একেবারে শেষে সবচেয়ে বড় চমক নিয়ে আসছেন বলিউডের ভাইজান সলমন খান।
আগামী ৩০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘কভি ঈদ কভি দিওয়ালি’। সলমন ছাড়াও এই ছবিতে পূজা হেগড়ে, কৃতি শ্যানন এবং শেহনাজ গিলকেও দেখা যাবে।