বাংলার জনপ্রিয় স্টার কিডদের মধ্যে অন্যতম হলেন সুদীপা চ্যাটার্জী এবং অগ্নিদেব চ্যাটার্জীর একরত্তি ছেলে আদিদেব চ্যাটার্জী (Adidev Chatterjee)। এইটুকু বয়সেই সোশ্যাল মিডিয়া জুড়ে তার ব্যাপক দৌরাত্ম্য। সেই ছোট্টো বয়স থেকেই নেটিজেনদের একেবারে নয়নের মণি হয়ে উঠেছে ছোট্ট আদিদেব। সে যাই করে সোশ্যাল মিডিয়ায় তাই ভাইরাল।
তা সে প্রথম দিন বইয়ের বোঝা চাপিয়ে স্কুলে যাওয়া হোক কিংবা বাজারের থলি নিয়ে বেছে বেছে ফল কেনা হোক। মা সুদীপা চ্যাটার্জীর (Sudipa Chatterjee) সাথে হাসি মজা থেকে শুরু করে ছোট্টো আদির খুনসুটির নানান মিষ্টি মুহুর্ত ঝড়ের গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেদিনের ছোট্টো আদিদেব দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছে।
এখনকার দিনের অন্যান্য বাচ্চাদের মতো আদিদেব যাতে মোবাইল অ্যাডিক্টেড না হয়ে ওঠে তাই তাকে দিয়ে মাঝেমধ্যেই এখন থেকেই টুকটাক কাজ শেখায় সুদীপা। একরত্তি আদির সেইসব কীর্তি কলাপের ছবি এবং ভিডিও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন সুদীপা চ্যাটার্জী নিজেই। সম্প্রতি আদিদেবের এমনই একটি মজার ভিডিও (Video) ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
এবার তো সুদীপার ছেলে আদিদেব এতটাই বড় হয়ে গিয়েছে, যে পুজোর আগে নিজের জন্য মেয়েও পছন্দ করে ফেললেন। সদ্য ভাইরাল হওয়া এই ভিডিও দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। আর সেই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় হিন্দি গান ‘ও মাম্মি মাম্মি ডেডি ডেডি জিস সে মেরি শাদি হোগি, আজ মেনে বো লড়কি ঢুন্ড লি হে’ ।
আসল ঘটনাটা এবার খোলসা করেই বলা যাক। আসলে ভিডিওটিতে ছোট্টো আদিদেব তার জন্য যে মেয়েটিকে পছন্দ করেছে সে কোন রক্ত মাংসের মেয়ে নয়। এই ভিডিওটিতে আদিদেবের পছন্দের মেয়েটি আসলে, বিভিন্ন শপিং মলের বাইরে থাকা শাড়ি পরানো একটি ম্যানি কুইন। তাকে দেখে আদিদেবের এতটাই পছন্দ হয়েছে যে সে তাকে বারবার ঘুরেফিরে তো দেখছেই।
View this post on Instagram
আবার কখনও কখনও তার হাত ধরে কায়দা করে ক্যামেরার দিকে তাকে বিভিন্ন পোজও দিচ্ছে। এই ভিডিও দেখে হাসি থামছে না নেটিজেনদের। সবাই হেসেই একেবারে কুটোপাটি খাচ্ছে। কমেন্ট সেকশনে নেটিজেনদের সকলেই ভালোবাসায় মুড়ে দিয়েছেন ছোট্ট আদিকে।