• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মহাপ্রভু’র পর আবার সিরিয়ালে ফিরছেন যীশু সেনগুপ্ত! আজই প্রকাশ্যে এল নতুন সিরিয়ালের প্রমো 

Published on:

টলিউড,Tollywood,যিশু সেনগুপ্ত,Jishu Sengupta,বাংলা সিরিয়াল,Bengali Serial,হরগৌরী পাইস হোটেল,Horogouri Spice Hotel

এই মুহূর্তে টলিউডের (Tollywood) অন্যতম ব্যস্ত অভিনেতা হলেন যিশু সেনগুপ্ত (Jishu Sengupta)। বাংলার পাশাপাশি বলিউড তো বটেই এখন আবার সাউথের  ফিল্ম ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে কাজ করে চলেছেন এই অভিনেতা। সব মিলিয়ে এখনকার দিনে বড়পর্দায় বিশাল দাপট রয়েছে এই অভিনেতার।

সকলেই জানেন বাংলা টেলিভিশনের সাথে যীশু সেনগুপ্তের সম্পর্ক কিন্তু বহু দিনের। তাই ছোট পর্দার দর্শকদের কাছে আজও তিনি মহাপ্রভু শ্রীচৈতন্য রূপেও বেশ জনপ্রিয়। ধর্ম নির্ভর এই ধারাবাহিককে মহাপ্রভু চরিত্রে অভিনয় করে এককালে তিনি পৌঁছে গিয়েছিলেন বাংলার দর্শকদের ঘরে ঘরে। তাই এই বাংলা সিরিয়ালের হাত ধরেই একসময় অভিনয় জগতে বিরাট সাফল্য পেয়েছিলেন সেদিনের অল্প বয়সি এই তরুণ অভিনেতা।

টলিউড,Tollywood,যিশু সেনগুপ্ত,Jishu Sengupta,বাংলা সিরিয়াল,Bengali Serial,হরগৌরী পাইস হোটেল,Horogouri Spice Hotel

তাই সে দিক দিয়ে দেখতে গেলে ছোট পর্দা একসময় ঝুলি ভরিয়ে দিয়েছিল যিশু সেনগুপ্তের। আর এই কারণেই সবসময়ই তিনি চেষ্টা করেন বাংলার সিরিয়ালকেও কিছু না কিছু ফিরিয়ে দিতে। ইদানিং অভিনয়ের পাশাপাশি তিনি বসেছেন প্রযোজকের চেয়ারেও। আর এবার দীর্ঘদিন পর আবার তার সময় হয়েছে বাংলা সিরিয়ালে (Bengali Serial) ফেরার।

টলিউড,Tollywood,যিশু সেনগুপ্ত,Jishu Sengupta,বাংলা সিরিয়াল,Bengali Serial,হরগৌরী পাইস হোটেল,Horogouri Spice Hotel

তবে অভিনয় নয় এবার তিনি ফিরলেন তবে প্রযোজকের ভূমিকায়। একটা সময় ব্লু ওয়াটার প্রোডাকশন নামে একটি প্রযোজনা সংস্থা ছিল যীশু এবং তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের। বেশ কিছু দিন এর থেকে বিরতি নেওয়ার পর আবার তারা নতুন করে ফিরেছেন প্রযোজনায়। এবার যিশু এই সংস্থার নাম রেখেছেন নিজের বাবার নামে, যীশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন।

টলিউড,Tollywood,যিশু সেনগুপ্ত,Jishu Sengupta,বাংলা সিরিয়াল,Bengali Serial,হরগৌরী পাইস হোটেল,Horogouri Spice Hotel

আজই প্রকাশ্যে এসেছেন যীশুর প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Spice Hotel)-এর প্রথম প্রমো। এই ধারাবাহিকে নায়কের চরিত্রে রয়েছেন ‘খুকুমণি হোম ডেলিভারি’ সিরিয়ালের বিহান অভিনেতা রাহুল মজুমদার (Rahul Majumder)। ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী শুভস্মিতা। ধারাবাহিকে তাদের চরিত্রের নাম শংকর আর বৈশালী। এই সিরিয়ালের ট্যাগ- ‘বাড়ি পাল্টালে কি সত্যি পাল্টে যায় জীবন’!

প্রসঙ্গত এই সিরিয়ালের আগে রাহুল ‘দেবী চৌধুরাণী’, ‘ভাগ্যলক্ষ্মী’, ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। তাই সেদিক দিয়ে দেখতে গেলে এটা অভিনেতার চতুর্থ ধারাবাহিক। নতুন সিরিয়াল প্রসঙ্গে TV9 বাংলার সাথে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন “এই সিরিয়ালে ঘ্যানর ঘ্যানর করা ব্যাপার এক্কেবারেই নেই। স্মার্ট ও সুইট গল্প।”

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥