একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে স্টার জলসার (Star Jalsa) ধারাবাহিক। তিন মাসের মাথাতেই বন্ধ হয়ে গিয়েছিল ‘বৌমা একঘর’। এরপর বন্ধ (Off air) হয়ে যায় ‘মন ফাগুন’। এবার ফের এক ধারাবাহিক বন্ধ হতে চলেছে। শোনা যাচ্ছে, শীঘ্রই বন্ধ হতে চলেছে ‘আয় তবে সহচরী’ (Ay Tobe Sohochori)।
হাতে গুনে ঠিক এক বছর হয়েছে। গত বছর এই সময় নাগাদই ছোট পর্দায় প্রত্যাবর্তন করেছিলেন জনপির্য অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। নতুন রকমের গল্প নিয়ে দর্শকদের মন জয় করতে এসেছিলেন তিনি। ফের টেলিভিশনের পর্দায় তাঁকে দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরাও।
কিন্তু এক বছর হতে না হতেই বন্ধ হতে চলেছে সেই ধারাবাহিক। স্বাভাবিকভাবেই এই সংবাদ শোনার পর থেকে মন খারাপ ‘আয় তবে সহচরী’ দর্শকদের। তবে আচমকা কী এমন হল যে জনপ্রিয় এই ধারাবাহিক বন্ধ করতে হচ্ছে?
‘আয় তবে সহচরী’ অভিনেত্রী কনীনিকার অসুস্থতার কারণেই কি তবে এই কঠিন সিদ্ধান্ত নিতে হল? সদ্য অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। শহরে ফিরেছেন তিনি। তবে এখনও পুরোপুরি সুস্থ নন। অসুস্থ শরীর নিয়েই দেবের আসন্ন ছবি ‘প্রজাপতি’র একদিনের শ্যুটিং করেছেন কনীনিকা। তবে পুরোপুরি সুস্থ হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে তাঁর।
কনীনিকার মেয়েও বেশ ছোট। তাই অসুস্থ শরীর নিয়ে এই মুহূর্তে তাঁর পক্ষে রোজ শ্যুটিং করতে যাওয়া বেশ কঠিন। তাহলে কি অভিনেত্রীর অসুস্থতার জন্যই বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক। সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের তরফ থেকে কনীনিকার সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছিল।
কনীনিকা বলেন, ‘আমি এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি। আমিও এই সংবাদ শুনেছি। তবে প্রোডাকশনের তরফ থেকে আমায় এই বিষয়ে কোনও রকম যোগাযোগ করা হয়নি। তবে চ্যানেলের তরফ থেকে করা হয়েছিল। আমি বলেছি, আপনারা যদি চান এই অবস্থাতেও আমি গিয়ে শ্যুট করতে পারি’।
‘আয় তবে সহচরী’র শেষ সম্প্রচারের তারিখ এখনও জানা না গেলেও, সম্প্রতি ‘হরগৌরী পাইস হোটেল’এর প্রোমো প্রকাশ্যে এসেছে। দর্শকদের অনুমান, কনীনিকার ধারাবাহিকের সময়েই সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিক।