• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার জমবে মজা! ভাই ওমির মৃত্যুর বদলা নিতে নতুন রূপে ফিরছে সিড-মিঠাইয়ের পুরনো শত্রু 

Published on:

মিঠাই,Mithai,আদিত্য আগারওয়াল,Aditya Agarwal,নীল চ্যাটার্জি,Neel Chatterjee,কামব্যাক,Comeback

‘মিঠাই’ (Mithai) মানেই একের পর এক চমক। প্রতি সপ্তাহে এই সিরিয়ালে দর্শকদের জন্য থাকে একের পর এক চমক। এই সবেমাত্র সিরিয়াল থেকে বিদায় নিয়েছে ওমি আগরওয়াল। মনোহরাতেও জন্মাষ্টমীর সাথে সাথেই ফিরে এসেছে আগের মত খুশির হাওয়া। সেই সাথে দর্শকদের জন্য উপহার হিসেবে রয়েছে একের পর এক সিধাই মোমেন্ট।

সিদ্ধার্থও বাড়ি ফিরে এসেছে জেল থেকে। সেই আনন্দ সবেমাত্র চেটেপুটে উপভোগ করছিলেন দর্শকরাও। এরই মধ্যে পদধ্বনি শোনা যাচ্ছে মোদক পরিবারের এক পুরনো শত্রুর। সে আর কেউ নয়  মিঠাই-সিদ্ধার্থর ব্যবসায়িক শত্রু তথা আগারওয়াল পরিবারের বড় ছেলে আদিত্য আগারওয়াল (Aditya Agarwal)। দর্শকদের চিন্তাকে সত্যি করেই বিদেশ থেকে এক বছর পর কলকাতায় ফিরছে সে।

মিঠাই,Mithai,আদিত্য আগারওয়াল,Aditya Agarwal,নীল চ্যাটার্জি,Neel Chatterjee,কামব্যাক,Comeback

এবার ভাই ওমি আগরওয়ালের মৃত্যুর বদলা নিতে নতুন করে শয়তানি শুরু করবে আদিত্য আগারওয়াল। এমনটাই আশঙ্কা করছিলেন মিঠাই সিরিয়ালের দর্শকরা। এবার সত্যি হতে চলেছে সেটাই। প্রসঙ্গত মিঠাইয়ের শুরুর দিকে এই আদিত্য আগারওয়াল চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল জনপ্রিয় টেলি অভিনেতা নীল চ্যাটার্জিকে (Neel Chatterjee)।

মিঠাই,Mithai,আদিত্য আগারওয়াল,Aditya Agarwal,নীল চ্যাটার্জি,Neel Chatterjee,কামব্যাক,Comeback

‘নেতাজি’, ‘কড়ি খেলা’ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বর্তমানে তাকে দেখা যাচ্ছে ‘খেলনা বাড়ি’ সিরিয়ালে নায়ক ইন্দ্রের বন্ধুর চরিত্রে। আর আজই সোশ্যাল মিডিয়া য় নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন অভিনেতা। যা থেকে একপ্রকার স্পষ্ট মিঠাইতে এবার আদিত্য আগারওয়ালের ফিরে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

মিঠাই,Mithai,আদিত্য আগারওয়াল,Aditya Agarwal,নীল চ্যাটার্জি,Neel Chatterjee,কামব্যাক,Comeback

তাই মিঠাই যে এখনই খলনায়ক শূন্য হবে না এ কথা এক প্রকার নিশ্চিত। এখন দেখার ওমি আগারওয়ালের পর তার দাদা আদিত্য আগারওয়ালের এন্ট্রি নেওয়ার পর মিঠাই সিদ্ধার্থের জীবনে নতুন করে আবার কোন বিপদ আসতে চলেছে। প্রসঙ্গত এদিন সোশ্যাল মিডিয়ায় নীল যে ছবিটি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে মিঠাই সিরিয়ালের ছেলেদের মেকআপ রুমে পিছন ঘুরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘এক বছর পর ফিরে এসেছে (Comeback) আদিত্য আগারওয়াল’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥