• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জালিয়াতিতে ভরা Filmfare Awards! সেরা অভিনেত্রীর পুরস্কার ফিরিয়ে আইনি পদক্ষেপ নেবেন কঙ্গনা

বলিউডের ‘ক্যুইন’ তিনি। তাই তাঁকে নিয়ে সংবাদমাধ্যমগুলির চর্চা লেগে থাকা তো স্বাভাবিকই। তবে এবার যে ঘটনার জন্য কঙ্গনা রানাউত (Kangana Ranaut) সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন, তা শুনলে আপনারও প্রথমে একটু অবিশ্বাস্য লাগতেই পারে। একটি নামী ম্যাগাজিন কঙ্গনাকে তাঁদের অ্যাওয়ার্ড ফাংশানে আমন্ত্রণ জানানোয় এবং তাঁকে সেরা অভিনেত্রীর পুরস্কার দেবে বলায়, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন অভিনেত্রী।

কঙ্গনা নিজের সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে এই সিদ্ধান্তের পিছনের কারণও সকলকে জানিয়েছেন। সেই কারণ জানার পর হয়তো অভিনেত্রীর এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে ওঠা প্রশ্নের কিছুটা হলেও জবাব মিলবে।

   

Kangana Ranaut sad

বলিপাড়ার ‘ক্যুইন’ নিজের ইনস্টাগ্রামে একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করে লিখেছেন, ‘২০১৪ সাল থেকে আমি ফিল্মফেয়ারের মতো অনৈতিক জিনিসকে ব্যান করে দিয়েছি। কিন্তু এই বছর আমি ওনাদের থেকে প্রচুর ফোন পেয়েছি অ্যাওয়ার্ড ফাংশানে যাওয়ার জন্য কারণ ওনারা আমায় থালাইভির জন্য পুরস্কার দিতে চান। আমি এটা জেনে খুব অবাক হচ্ছি যে ওনারা এখনও কীভাবে আমায় মনোনীত করছেন। এম্পন অনৈতিক জিনিসকে সমর্থন করা আমার নীতির নীচে। সেই কারণে আমি ফিল্মফেয়ারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ’।

Kangana Ranaut instagram story

চলতি বছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের (Filmfare Awards) সেরা অভিনেত্রী বিভাগে ‘থালাইভি’ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছিলেন কঙ্গনা। তাঁর সঙ্গেই এই পুরস্কার জেতার দৌড়ে ছিলেন বিদ্যা বালান, তাপসী পান্নু, কিয়ারা আডবানী, কৃতি শ্যানন এবং পরিণীতি চোপড়া।

Kangana in Thalaivi

‘থালাইভি’ সিনেমার জন্য অবশ্য শুধুমাত্র কঙ্গনাই নন, তাঁর সহ অভিনেতা রাজ অরুণও মনোনীত হয়েছে। তাঁকে সেরা সহ অভিনেতা বিভাগে মনোনীত করা হয়েছে। এছাড়া সেরা পোশাক বিভাগে নীতা লুল্লা এবং দীপালি গর এবং সেরা ভিএফএক্স বিভাগে ইউনিফাই মিডিয়া মনোনীত হয়েছে।

উল্লেখ্য, কঙ্গনা শুধুমাত্র ফিল্মফেয়ারই নয়, লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা না জানানোর জন্য অস্কার এবং এমি অ্যাওয়ার্ডসকেও বয়কটের ডাক দিয়েছিলেন। অপরদিকে ফিল্মফেয়ার কর্তৃপক্ষের তরফ থেকে কঙ্গনার যাবতীয় দাবিকে মিথ্যা বলা হয়েছে। সঙ্গে এও জানানো হয়েছে, সেরা অভিনেত্রী বিভাগ থেকে ‘ক্যুইন’এর মনোনয়নও সরিয়ে নেওয়া হবে।

site